Advertisement
Advertisement

পিকআপ ভ্যানে পচা মাংস ও ডিম পাচারের চেষ্টা, ধুন্ধুমার মেদিনীপুর শহরে

পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ, চালক পলাতক।

 Foul smell from a Pick-up van sparks panic in Midnapore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2018 1:08 pm
  • Updated:May 20, 2018 1:08 pm   

সম্যক খান, মেদিনীপুর:  পিকআপ ভ্যান থেকে দুর্গন্ধ। পচা মাংস সন্দেহে ধুন্ধুমার মেদিনীপুর শহরে। ভ্যানটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিকআপ ভ্যানে চাপিয়ে মাংস ও ডিম শহরের কোনও বিপণনকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল।

Advertisement

[চলন্ত গাড়িতে খাঁচাবন্দি কুকুর, ভাগাড় কাণ্ডের আতঙ্ক ফিরল মেমারিতে]

ঘটনার সূত্রপাত্র শনিবার গভীর রাতে। মেদিনীপুরের শহরের জগন্নাথ মন্দির চক এলাকায় একটি পিকআপ ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ওই ভ্যান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। সন্দেহ হওয়ায় চালককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, চালকের কথায় অসঙ্গতি ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তল্লাশিতে দেখা যায়, ওই ভ্যানে কয়েকটি বস্তা ও জলের ড্রাম রয়েছে। ড্রামের ভিতরে ডিম ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডিমগুলি যখন রাস্তায় ফেলে ফাটানো হয়, তখন ডিম থেকে নাকি মুরগির বাচ্চা বেরিয়ে পড়ে। আর বস্তায় মেলে মাংস। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পিকভ্যান করে পচা মাংস পাচার করা হচ্ছিল। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেন পিকআপ ভ্যানের চালক। খবর পেয়ে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক এলাকা পৌঁছয় পুলিশ। পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে ভ্যানে সত্যিই পচা মাংস ছিল কিনা, তা স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মাংস ও ডিম শহরের কোনও বিপণনকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। মাসখানেক আগেই ভাগাড় কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। পচা মাংস খেয়ে খাস কলকাতায় অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। শহর থেকে জেলা ভাগাড়ের মাংস উদ্ধারে অভিযান নেমেছিল স্থানীয় পুরসভাগুলি।

ছবি: নিতাই রক্ষিত

[রীতিমতো ইন্টারভিউ নিয়ে কর্মী নিয়োগ, কর্পোরেট ধাঁচে চুরির ব্যবসা হুগলিতে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস