Advertisement
Advertisement
Malda

নতুন এসিতেই বিপত্তি! মালদহ জেলা পরিষদ ভবনে আগুন, বহু নথি নষ্টের আশঙ্কা

কত ক্ষয়ক্ষতি? এখনও নিশ্চিত নন আধিকারিকরা।

Fire engulfs Zilla Parishad Bhawan at Malda, many documents feard to be destroyed
Published by: Sucheta Sengupta
  • Posted:July 22, 2025 11:01 am
  • Updated:July 22, 2025 11:10 am   

বাবুল হক, মালদহ: সাতসকালে মালদহ জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে জেলা পরিষদ ভবনের তৃতীয় তল থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের মানুষজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হন কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে বহু নথি পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। কী থেকে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। তবে সোমবারই নতুন এসি বসানো হয়েছে ভবনে। সেখান থেকে অগ্নিকাণ্ড কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

মালদহ জেলা পরিষদের একদিকে রয়েছে ইংলিশ বাজার পৌরসভা, অন্যদিকে মালদহ জেলা আদালত। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু দমকল কর্মীদের সাহস ও পরিশ্রমের জোরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লেগেছে মালদহ জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে, তিনতলা ও চারতলায়। সেখানে থাকা বহু নথি আগুনে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনে। নিজস্ব চিত্র।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিনের সমস্যায় এই সমস্যা, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল আধিকারিক তীর্থঙ্কর দাসের। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? তা এখনও স্পষ্ট নয় বলে জানান আধিকারিকরা। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত-সহ আধিকারিকরা। ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্তা জানিয়েছেন, সোমবার একটি নতুন এসি বসানো হয়েছিল। তাতে কিছু সমস্যা হচ্ছিল। বিষয়টি জানানো হয়েছিল ঠিকাদার সংস্থাকে। সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ