Advertisement
Advertisement
Katwa

কাটোয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের জমায়েতে অশ্লীলতা! থানায় অভিযোগ দায়ের

তদন্ত শুরু করেছে পুলিশ।

Fir lodged against content creator in Katwa
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 29, 2025 1:08 pm
  • Updated:July 29, 2025 1:08 pm   

ধীমান রায়, কাটোয়া: কনটেন্ট ক্রিয়েটরদের মিটআপ ছাড়িয়েছে শালীনতার মাত্রা! এই অভিযোগ তুলে সরব অনেকেই। এবার পুলিশের দ্বারস্থ হয়েছে কাটোয়ার একটি সংগঠন। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কটোয়ার ভাগীরথীর কালীগঞ্জ ঘাটে কন্টেন্ট ক্রিয়েটরদের তরফে মিটআপের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, তা শালীনতার মাত্রা ছাড়িয়েছে। অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে। রবিবার রাতে কাটোয়া থানায় এনিয়ে অভিযোগ দায়ের করে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের এক কর্মকর্তা সৌম্যরুদ্র বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “ওই অনুষ্ঠানে শিশু, কিশোরদের সামনেই অশালীন, কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে। অশ্লীলতা চরম পর্যায়ে চলে গিয়েছে। এটা সামাজিক অবক্ষয়ের ভয়ংকর একটা লক্ষণ। এই ধরনের অনুষ্ঠানে অপ্রাপ্তবয়স্কদের মানসিক বিকাশ বিঘ্নিত হবে বলে মনে করি। আমরা চাই এই ধরনের অশ্লীল অনুষ্ঠান যেন এলাকায় আর না হয়।” এবিষয়ে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ওই ধরনের কোনও অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়নি। একটি অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে।

কিছুদিন আগেও কন্টেন্ট ক্রিয়েটরদের একাংশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হতে দেখা গিয়েছিল কাটোয়ার একাংশকে। অভিযোগ, কন্টেন্ট তৈরির নামে অনেক নিরীহ মানুষদের হেনস্তা, নিগ্রহ করতে দেখা যায় কিছু কিছু ক্রিয়েটরদের। শহরে তাঁদের দৌরাত্মে কার্যত নাজেহাল অবস্থা পথচারী থেকে রিকশাওয়ালা, হকারদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ