Advertisement
Advertisement
Alipurduar

স্ত্রীর মৃত্যুর পর নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণ, বাবাকে ২০ বছরের সাজা শোনাল আদালত

আলিপুরদুয়ারের নাবালিকাকে ৩ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক।

Father sentenced to 20 years in prison for physically abusing his daughter in Alipurduar

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 20, 2025 6:28 pm
  • Updated:September 20, 2025 6:57 pm   

রাজকুমার, আলিপুরদুয়ার: নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার। ‘গুণধর’কে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আলিপুরদুয়ার বিশেষ ফাস্ট ট্রাক আদালত। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার শাস্তি শুনিয়েছে আদালত। অনাদায়ে আরও দু’মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

ঘটনাটি ২০২৩ সালের জানুয়ারি মাসের। আলিপুরদুয়ারের শামুকতলা এলাকার নাবালিকা লাগাতার ধর্ষণের শিকার হয়ে থানায় অভিযোগ জানায়। থানায় অভিযোগ জানায় তার বাবাই তাকে ধর্ষণ করেছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় নাবালিকার বাবাকে।

তদন্তে উঠে আসে মায়ের মৃত্যুর পর নির্যাতিতা নাবালিকা ও তার ভাই বাবার সঙ্গেই থাকত। সেই সময় নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণ করে তার বাবা। দিনে দিনে বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। অবশেষে সহ্য না করতে পেরে থানায় অভিযোগ জানায় নির্যাতিতা। বিভিন্ন তথ্যপ্রমাণ জোগাড় করে চার্জশিট দেয় পুলিশ। তদন্তে আরও উঠে আসে নির্যাতিতার মায়ের মৃত্যুর পিছনেও দোষী পরোক্ষভাবে যুক্ত ছিল। বাবার অত্যাচারের কারণেই মায়ের মৃত্যুর হয়েছে বলে জানায় নির্যাতিতা।

ধর্ষণের মামলায় ১৫জনের সাক্ষ্য পেশ করে সরকারি উকিল। তাঁদের বয়ান ও একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে বাবাকে দোষী সাব্যস্ত করে আদালত। সরকারি উকিল বলেন, “বাবার বিরুদ্ধে নিজের মেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে আদালত তাকে দোষী বলে সাজা শুনিয়েছে। সঙ্গে নিগৃহীতা নাবালিকাকে ৩ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ