প্রতীকী ছবি
সঞ্জিত ঘোষ, নদিয়া: দাম্পত্য কলহের শিকার একরত্তি! চার বছরের শিশুকন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। মৃত্যু নিশ্চিত করতে ব্রিজ থেকে জলঙ্গি নদীতে ফেলে দিলেন অভিযুক্ত। নদী থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায়। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বুদ্ধদেব ঘোষ ধুবুলিয়া থানার দু’নম্বর পঞ্চায়েতের মায়াকোল এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর আগে তার বিয়ে হয়। দম্পতির চার বছরের কন্যা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে এমন অনুমানে তাদের ঝামেলা লেগেই থাকত। দোলের দিন শুক্রবার স্বামী-স্ত্রীর ফের বচসা বাধে। বাড়ি থেকে বেরিয়ে যায় অভিযুক্ত। ফিরে জানতে পারে মেয়েকে রেখেই বাপের বাড়ি চলে গিয়েছেন স্ত্রী।
তারপরই চার বছরের শিশুকন্যাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। অভিযোগ, এরপরই রাস্তায় মেয়েকে আছাড় মেরে খুন করে বাবা। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গির ব্রিজ থেকে দেহ নদীতে ফেলে দেয়। ঘরে ফিরে অভিযুক্ত তার মাকে জানায়, নিজের হাতে সন্তানকে মেরে ফেলেছে। কথা জানাজানি হতেই এলাকাবাসী অভিযুক্তকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। তবে সে কোনও ভাবেই মুখ খুলতে চায়নি।
খবর যায় ধুবুলিয়া থানায়। বুদ্ধদেবকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়েকে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এরপরই ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে জলঙ্গি থেকে শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, অভিযুক্তর দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান এবং এলাকাবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.