Advertisement
Advertisement
Gangasagar Mela

সাগর মেলায় অতিরিক্ত ট্রেন চালাবে রেল, নজর যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে

অতিরিক্ত কত ট্রেন চালাবে রেল?

Extra 72 Local Trains will run for Gangasagar Mela

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 21, 2024 8:47 pm
  • Updated:December 21, 2024 8:47 pm  

সুব্রত বিশ্বাস: সাগর মেলার জন্য অতিরিক্ত ট্রেন চালাবে রেল। কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় সামাল দিতে কোমর বাঁধছে তারা। শুধু অতিরিক্ত ট্রেন চালানো নয়, যাত্রী সুরক্ষা থেকে স্বাচ্ছন্দ্যর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেই রেল কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ট্রেন চালানোর আর্জি জানিয়েছিলেন। সেই কথা রেখে অতিরিক্ত কত ট্রেন চালাবে রেল?

Advertisement

পৌষের শেষ তথা জানুয়ারির মাঝামাঝি গঙ্গাসাগরে সাগর মেলা। শুধু বাংলা নয়, ভিনরাজ্য থেকেও পুণ্যার্থীরা আসেন মেলায়। এমনকী, বিদেশ থেকেও মেলায় যোগ দেন অনেকে। তাঁদের সুবিধার কথা ভেবেই ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চলবে। কাকদ্বীপ ও নামখানায় বাড়তি পাঁচটি করে টিকিট কাউন্টার খোলা হবে। এই দুই স্টেশনে টিকিট কাটার যথাক্রমে ১৫টি ও পাঁচটি স্বয়ংস্ক্রিয় মেশিন থাকবে।

শনিবার শিয়ালহের ডিআরএম ডিভিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রস্তুতি নিয়ে। ঠিক হয়েছে, যাত্রীদের সহায়তায় থাকবে আরপিএফ, সিভিল ডিফেন্সের কর্মীরা। রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ, কলকাতা, নামখানা, কাকদ্বীপে তীর্থযাত্রীদের জন্য তৈরি হবে হেল্প বুথ, শৌচালয়, পানীয় জলের বুথ, স্বাস্থ‌্যপরীক্ষা শিবির। ভিড়ে নজরদারি করতে শিয়ালদহে ২৮টি ও নামখানায় ২২টি বাড়তি সিসিটিভি বসানো হবে। মেলার ভিড়ের সুযোগে ভিন রাজ‌্য থেকে অপরাধীরা এসে যাতে অপরাধ সংগঠিত না করতে পারে এজন‌্য স্টেশন ও ট্রেনে সাদা পোশাকের পুলিশ নজরদারি রাখবে।

উল্লেখ্য, সাগর মেলায় ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো অতিরিক্ত ট্রেন চলবে। পাশাপাশি রাজ্যের তরফে অতিরিক্ত বাস, ভেসেলের ব্যবস্থাও রাখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement