Advertisement
Advertisement
Electrocuted langur's life saves by local people in Katwa

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতপ্রায়! ভ্যানচালকদের তৎপরতায় মায়ের কোলে ফিরল হনুমান শাবক

সন্তানকে কোলে পেয়ে আনন্দে ডগমগ হনুমানটি।

Electrocuted langur's life saves by local people in Katwa । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 4, 2023 8:56 pm
  • Updated:October 4, 2023 8:56 pm  

ধীমান রায়, কাটোয়া: বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম অবস্থায় রাস্তার উপর পড়েছিল একটি হনুমান শাবক। কাটোয়ায় দুই ভ্যানরিকশা চালক প্রায় একঘন্টা ধরে সেবাশুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। পরে হনুমান শাবকটিকে সঙ্গে নিয়ে যায় তার মা। বুধবার কাটোয়ায় দুই ভ্যানরিকশা চালকের এই মানবিকতার প্রশংসা করছেন স্থানীয়রা।

Advertisement

বুধবার সকালের দিকে কাটোয়া শহরের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় চালপট্টির কাছে বৃষ্টি হচ্ছিল। সেই সময় একটি হনুমান শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাস্তায় পড়ে যায় হনুমান শাবকটি।  কিছুক্ষণের মধ্যেই অনেক হনুমান ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে যায়। তবে তখন বাজারে অনেক লোকজন ছিল। ব্যস্ততম রাস্তায় লোকজনদের ভিড় দেখে হনুমান শাবকটির কাছে কোনও হনুমান আসতে চাইছিল না। তড়িদাহত হনুমান শাবক পড়েই থাকে।

Monkey

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের শৌচাগার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

ওই পথ দিয়েই তখন ভ্যান চালিয়ে যাচ্ছিলেন দুই ভ্যানরিকশা চালক দেবকুমার সাহানি এবং করিম শেখ। তাঁরা জখম হনুমান শাবককে দেখেই দাঁড়িয়ে পড়েন। দুজনে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। ভিজে শরীর মুখে চটের বস্তা ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়। খাওয়ানো হয় গরম দুধ। দেবকুমার ও করিম শেখ হনুমান শাবকটিকে অনেকক্ষণ ধরেই সেবা শুশ্রূষা করেন। তারপর হনুমান শাবকটি নিজেই দাঁড়াতে পারে। সুস্থ হওয়ার পর একটি বাড়ির ছাদে ছেড়ে দেওয়া হয় তাকে। হনুমান শাবকটির মা দলবল-সহ ওই ছাদে যায়।  শাবকটিকে নিয়ে চলে যায় সে।

[আরও পড়ুন: সুকান্ত মজুমদারের উপর ‘হামলা’, আক্রান্ত নিরাপত্তারক্ষীরাও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement