Advertisement
Advertisement

জমির ধান খেয়েছে গরু, বৃদ্ধকে পিটিয়ে খুন প্রতিবেশীর

গড়চুমুকে চাঞ্চল্য।

Elderly man lynched in West Bengal, accused held
Published by: Subhamay Mandal
  • Posted:September 6, 2018 2:13 pm
  • Updated:September 6, 2018 2:13 pm   

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: জমির ধান খেয়েছে গরু। সেই অপরাধে বৃদ্ধকে পিটিয়ে মারল তারই প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানার গড়চুমুক এলাকায়। মৃতের নাম পঞ্চু মন্ডল (৬২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার পঞ্চু মন্ডলের একটি গরু প্রতিবেশী চন্দ্রকান্ত বাগের জমিতে ধান খায়। তারপরই চন্দ্রকান্ত ও তার স্ত্রী মেনকা বাগ পঞ্চু মণ্ডলকে রাস্তা থেকে গলায় গামছা দিয়ে মারতে মারতে তাঁর গোয়াল ঘরে টেনে নিয়ে আসে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গরুতে ধান খাওয়ার জন্য ক্ষতিপূরণও দিতে চেয়েছিলেন পঞ্চুবাবু। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি চন্দ্রকান্ত ও তার স্ত্রী। তারা পঞ্চুকে বেদম মারতে থাকে। তিনি ও তাঁর স্ত্রী শ্যামপুর রোডের পাশেই একটি ছিটেবেড়ার ঘরে কয়েকটি গরু, ছাগল ও বিড়াল, কুকুর নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। কয়েকদিন আগে তাঁর স্ত্রী বাপের বাড়ি যান। তাই ঘটনার দিন পঞ্চুবাবু একাই ছিলেন।

Advertisement

[হোটেল থেকে উদ্ধার টলি অভিনেত্রীর ঝুলন্ত দেহ, শিলিগুড়িতে চাঞ্চল্য]

এদিকে মঙ্গলবারের ঘটনার পর থেকে এলাকার বাসিন্দারা আর পঞ্চুবাবুকে দেখতে পাননি। তাই বুধবার সন্ধ্যার সময় প্রতিবেশীরা তাঁর খোঁজ করতে করতে তাঁর ছিটেবেড়ার ঘরে পৌঁছান। তাঁরা সেখানে গিয়ে দেখেন ঘরের মধ্যে একটি চৌকির উপর উপুড় হয়ে পড়ে রয়েছেন পঞ্চু। তাঁর গলায় মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন লক্ষ্য করা যায়। এর পরেই প্রতিবেশীরা চন্দ্রকান্তর বাড়িতে গিয়ে তাকে ধরে নিয়ে আসেন। যদিও চন্দ্রকান্তর স্ত্রী মেনকার খোঁজ পাওয়া যায়নি। শ্যামপুর থানার পুলিশ বুধবার রাতেই চন্দ্রকান্তকে গ্রেপ্তার করে। চন্দ্রকান্ত পুলিশের কাছে তার দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে। মৃত পঞ্চু মন্ডল পশুপ্রেমী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি পশুদের নিয়ে থাকবেন বলে গ্রামের বাড়ি ছেড়ে শ্যামপুর রোডের ধারে এসে খড়ের চালের ছিটেবেড়ার ঘরে বসবাস করতেন। তাই তাঁর মত এক সরল, সাদাসিধে মানুষের এইরকম মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিক ভাবেই এলাকাবাসী ক্ষুব্ধ।

[পায়রা নিয়ে বিবাদ, শহরে গণপিটুনিতে মৃত যুবক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ