Advertisement
Advertisement
CBI

ফের বড় ধাক্কা সিবিআইয়ের, ১১ বছর আগের মামলায় বেকসুর খালাস ৮ পুলিশকর্মী

২০০৪ সালে খড়গপুরের ঘটনায় আট পুলিশকর্মী-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল।

Eight police personnels get released from a case in CBI Court after 11 years

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 24, 2025 9:36 pm
  • Updated:July 24, 2025 9:38 pm   

অর্ণব আইচ: ফের আদালতে বড়সড় ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। ১১ বছর আগেকার একটি মামলায় সিবিআই আদালত অভিযুক্ত আট পুলিশকর্মীকে বেকসুর খালাস ঘোষণা করে দিল। মুক্তি পেয়েছেন আরও তিনজন। ২০০৪ সালে খড়গপুরের একটি ঘটনায় ৮ পুলিশকর্মী-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এত বছর ধরে মামলা চলার পর বৃহস্পতিবার ৮ পুলিশকর্মীকে বেকসুর খালাস করে দেয় সিবিআইয়ের বিশেষ আদালত।

Advertisement

বৃহস্পতিবার মামলার শুনানির পর আদালতে আইনজীবী অমিতাভ গঙ্গোপাধ্যায় ও গোপাল হালদার জানান, ঘটনা গত ২০০৪ সালের। মেদিনীপুরের খড়গপুরে রাতে খড়গপুর হাইওয়েতে সৌমেন মণ্ডল ওরফে ঝুমা নামে একজনের ছিনতাই হয়। সেই ঘটনায় খড়গপুরের পুলিশ গ্রেপ্তার করেছিল সৌমেন মণ্ডলকে। পরে ওই ব্যক্তিকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ঘটনার পুনর্নির্মাণ করতে। কিন্তু পুলিশের জিপ থেকে লাফিয়ে পালাতে গিয়ে গুরুতর জখম হন সৌমেন ওরফে ঝুমা। পরে তাঁকে খড়গপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ওই ঘটনায় তৎকালীন খড়গপুর থানার ওসি অপূর্বকুমার নাগ এবং ৮ জন পুলিশকর্মী-সহ মোট ১১ জনের নামে মামলা রুজু করা হয়েছিল।

পরে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার নেয় সিবিআই। মামলাটি কলকাতার নগর দায়রা আদালতে বিচারপ্রক্রিয়া চলে। ওই আইনজীবী জানান, বৃহস্পতিবার আদালত ওই মামলায় অপূর্বকুমার নাগ ও আট পুলিশকর্মী-সহ মোট ১১জনকে মামলা থেকে বেকসুর খালাস ঘোষণা করেছে। এই ঘটনায় সিবিআইয়ের বড়সড় ধাক্কা নিঃসন্দেহে। অন্যদিকে, রাজ্য পুলিশের বড় জয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ