শেখর চন্দ্র, আসানসোল: বুধবারের পর বৃহস্পতিবার। ফের জল ছাড়ল ডিভিসি। এদিকে টানা ৩ দিন বৃষ্টি। তার জেরে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা। প্লাবিত বরাকর নদ সংলগ্ন বিভিন্ন এলাকা। শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় নদের জল ঢুকেছে। বরাকর ঘাট সংলগ্ন ঝনপুরা, কবরস্থানমহল্লা, বরাকর ফাঁড়িরোড-সহ একাধিক এলাকায় গৃহস্থ বাড়িতে হঠাৎই জল ঢুকে পড়ে বলে খবর। বহু পরিবারকে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি দিলদারনগর, রামবন্ধু তালাও, হটন রোড এলাকা-সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট থেকে একাধিক দোকানও জল ঢুকে পড়েছে। চরম সমস্যায় এলাকার মানুষজন।
জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৩৭ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। মাইথন থেকে ২০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ১৭ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু করে ডিভিসি। তার জেরে বিভিন্ন এলাকা জল ঢুকেছে। এদিকে টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃতের নাম উমাপদ মণ্ডল। বয়স ৬৭ বছর। পুরনো কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। বাড়ির ভেতর ছিলেন ওই ব্যাক্তি। দেওয়াল চাপা পড়া উমাপদ মণ্ডলকে তড়িঘড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের জামুরিয়া বাকশিমুলিয়ায়।
অন্যদিকে, বাঁকুড়া জয়পুর ব্লকে দ্বারকেশ্বর নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় আটকে গিয়েছে ১০ থেকে ১২টি ট্রাক। জলস্তর বৃদ্ধি পাওয়ায় আটকে যায় ট্রাকগুলি। সেগুলিকে উদ্ধার করা হচ্ছে। বেশকয়েকটি ট্রাককে সরিয়ে আনা গিয়েছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.