Advertisement
Advertisement
Durgapur

দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডে এবার গ্রেপ্তার পুরনিগমের অস্থায়ী কর্মী, এখনও অধরা ১

এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Durgapur physical assault case: One employee of Durgapur municipal corporation arrested, one still absconded
Published by: Sucheta Sengupta
  • Posted:October 13, 2025 10:59 am
  • Updated:October 13, 2025 11:24 am   

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরও এক। নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে ধৃত এবার দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী। জানা গিয়েছে, ধৃতের নাম নাসিরউদ্দিন শেখ। শুক্রবার রাতের ওই ঘটনায় তার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে জেরা করেন তদন্তকারীরা। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে নাসিরউদ্দিনকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। এনিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এখনও অধরা একজন।

Advertisement

গত শুক্রবার, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে জানা যায়। অভিযোগ, পরাণগঞ্জে জঙ্গলের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়।

শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ থেকে ছাত্রসমাজ। ঘটনার গুরুত্বের নিরিখে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় তদন্তে নামে নিউ টাউনশিপ থানার পুলিশ। আশ্বাস দেওয়া হয়, দ্রুতই দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। অভিযুক্তদের খোঁজে গোটা পরাণগঞ্জের জঙ্গল ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। রবিবার উত্তরবঙ্গ যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশ তদন্তে নেমে একদিনের মধ্যেই একে একে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে পেশ করা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আর রবিবার রাতে দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখ ধরা পড়ল পুলিশের জালে। রাতভর টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। প্রাথমিকভাবে তাকেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। আজ নাসিরউদ্দিনকে তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে। এই ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তার মধ্যে চারজন গ্রেপ্তার হলেও এখনও অধরা ১।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ