জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ফের বাধা পেলেন আরও এক বিজেপির জনপ্রতিনিধি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসুর পর এবার পুলিশের বাধার মুখে বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর।
দুলাল বরের দাবি, আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দাদের পাশে দাঁড়াতে ত্রিপল নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুলাল বরকে বাধা দেওয়া হয়। গোবরডাঙা থানার পুলিশ মছলন্দপুরে তাঁকে আটকায়। এরপর মছলন্দপুর পুলিশ ফাঁড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়। বিধায়ককে থানায় দীর্ঘক্ষণ বসিয়েও রাখা হয় বলেও অভিযোগ।
যদিও পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে করে ত্রিপল নিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক সেই গাড়ির উপযুক্ত কাগজপত্র বা চালান দেখাতে পারেননি বিধায়ক। এমনকী ত্রিপল নিয়ে যাওয়ার উপযুক্ত চালানও দেখাতে পারেননি বলেই অভিযোগ। রাজ্য বিজেপির এসিএসটি, ওবিসি সেলের সভাপতি দুলাল বর বলেন, “বাগদার মানুষদের জন্য কয়েকটি ত্রিপল জোগাড় করেছিলাম। সেগুলো নিয়ে নিল পুলিশ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.