Advertisement
Advertisement
Diamond Harbour

সদ্যোজাত শিশুকন্যার দেহ খুবলে খাচ্ছে কুকুর! তীব্র চাঞ্চল্য ডায়মন্ড হারবারে

মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

Diamond Harbour: Dog eats dead body of a minor girl | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:February 8, 2021 7:10 pm
  • Updated:February 8, 2021 7:10 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সদ্যোজাত এক অজ্ঞাতপরিচয় শিশুকন্যার মুণ্ডহীন দেহ মুখে নিয়ে সারা পাড়া দৌড়াচ্ছে একটি সারমেয়। কখনও কারও বাড়ির সামনে তো কখনও রাস্তায় বসে সেই দেহ খুবলে খাচ্ছে কুকুরটি। সোমবার দুপুরে এমন ভয়াবহ দৃশ্য দেখে চমকে ওঠেন ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পরে পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে নিয়ে যায়। কন্যাসন্তান হওয়ার কারণেই শিশুটিকে হত্যা করে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ‘বাঁশ আলাদা হলেও ঝাড় তো একই’, লাগাতার কুকথা প্রসঙ্গে তৃণমূল নেতাদের তোপ দিলীপের]

এলাকার বাসিন্দা অশোক মণ্ডল জানান, এদিন দুপুরে বাড়ি থেকে বেরতে গিয়েই তাঁর চোখ কপালে ওঠে। দেখেন, একটি কুকুর তাঁর দরজার সামনে বসেই সদ্যোজাত ওই শিশুকন্যার দেহ (Dead Body) চিবিয়ে খাচ্ছে। চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। সকলে মিলে কোনওরকমে কুকুরের মুখ থেকে মৃতদেহটি সরিয়ে নেন।

এক মহিলা জানান, কিছুক্ষণ আগেই দেহটি মুখে নিয়ে কুকুরটিকে ছোটাছুটি করতে দেখে অন্যদের ডাকতে যান তিনি। ফিরে এসে আর দেখতে পাননি। এরপর বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ওই শিশুকন্যার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, দেহটি ব্যাগবন্দি অবস্থায় ছিল। ব্যাগ থেকে ওই সারমেয়ই দেহটি টেনে বের করে আনে। যে এলাকায় দেহটি উদ্ধার হয়েছে, সেখানে পাশেই একটি খাল রয়েছে। শিশুটিকে হত্যা করে ওই খালের পাশেই দেহটি ব্যাগবন্দি করে কেউ ফেলে রেখে গিয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। শিশুটির পরিচয় জানারও চেষ্টা করছেন আধিকারিকরা। এমন মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

[আরও পড়ুন: ফের রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদান মুখ্যমন্ত্রীর, প্রাক্তন খেলোয়াড়রাও পাবেন পেনশন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ