Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

‘মিঠুনদাকে একটু ডাবের জল দিও…’, ঝাড়গ্রামের প্রচারে গিয়ে ‘মহাগুরু’র চিন্তায় দেব

হিরণের 'কুকথা' নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।

Dev about Mithun Chakraborty during Lok Sabha Election 2024 campaign
Published by: Suparna Majumder
  • Posted:May 14, 2024 4:45 pm
  • Updated:May 14, 2024 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিতৃসম’ মিঠুন চক্রবর্তী। একথা একাধিকবার বলেছেন দেব (Dev)। ‘প্রজাপতি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুজন। তাঁর প্রচার করার পর ঝাড়গ্রামে মিঠুনের প্রচার করতে আসার পালা। একথা শুনেই চিন্তা জাহির করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। ‘মহাগুরু’কে ডাবের জল দেওয়ার পরামর্শ দিলেন তিনি।

Dev-Mithun
মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে দেবের সুসম্পর্কের কথা কারওরই অজানা নয়। সিনে ইন্ডাস্ট্রি তো বটেই, রাজনৈতিক মহলেও দুই তারকা রাজনীতিকের ঘনিষ্ঠ সম্পর্ক। রাজনীতির ময়দানে তৃণমূল-বিজেপির মধ্যে যতই কাদা ছোড়াছুড়ি হোক না কেন, মিঠুন-দেবের রাজনৈতিক মতাদর্শে যতই ফারাক থাকুক না কেন তাঁদের জুটি সুপারহিট। এদিন সাংবাদিকরা যখন মিঠুনের প্রচার নিয়ে দেবের প্রতিক্রিয়া জানতে চান তৃণমূলের তারকা প্রার্থী বলেন, “তোমরা একটু জল-টল নিয়ে রেডি থাকো। খুব সজ্জন মানুষ, আমার খুব কাছের মানুষ, রোদ পড়েছে একটু ডাবের জল দিও আমার হয়ে।”

[আরও পড়ুন: ‘বাংলায় বলুন…’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ, ভাইরাল ভিডিও]

এদিন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের ‘কুকথা’ নিয়েও প্রতিক্রিয়া দেন দেব। ঘাসফুল শিবিরের প্রার্থী বলেন, “আসলে ওরও কোনও দোষ নেই। কারণ ও ভাবে এভাবেও জেতা যায়। কিন্তু আমার মনে হয় না কুকথা বলে জেতা যায়, অন্তত ঘাটাল লোকসভায়। সেটা হয় ৪ জুন যখন ভোটের ফল বেরোবে ও বুঝতে পারবে। এখন ও বুঝতে পারছে না। কারণ ও ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে। যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিতব। শেষ দুবছর ধরে যেভাবে ও আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে , আমাকে আক্রমণ করার চেষ্টা করছে, আমার মনে হয় ঘাটালের মানুষ সেটা জানে। আমি যেখানে যাচ্ছি, গরম হোক, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে মানুষ আসছে, আশীর্বাদ করছে। যেই যেই পাড়ায় গিয়েছি। সবাই একটাই কথা বলছে, জিতছ তো বটেই কত মার্জিন হয় সেটাই দেখার। আমার মনে হয় এটাই তো জবাব।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 


চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” ঝাড়গ্রামের সিটও তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে বলেই তাঁর বিশ্বাস।

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১, কত টাকা পেয়েছিল শুটাররা?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement