Advertisement
Advertisement
CV Anand Bose

সাতসকালে দুর্গাপুরের বাজারে খোদ রাজ্যপাল, কিনলেন সবজি, খেলেন চা

কেন আচমকা বাজারে রাজ্যপাল?

CV Anand Bose visited market in Durgapur
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 1, 2025 1:32 pm
  • Updated:August 1, 2025 1:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে অন্যমেজাজে ধরা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে হঠাৎ দুর্গাপুরের বেনাচিতি বাজারে হাজির হন তিনি। ঘুরে ঘুরে কেনেন সবজি, চা-ও খান তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। আচমকা বাজার করতে এসে রাজ্যপালকে পেয়ে আপ্লুত স্থানীয়রা। রাজ্যপালের কথায়, “মানুষের সমস্যা বুঝতেই বাজারে আসা।”

Advertisement

দিন কয়েক আগে বঙ্গসফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলা থেকে সোজা ঝাড়খণ্ড যাওয়ার কথা তাঁর। এদিন রাষ্ট্রপতির সঙ্গেই অন্ডাল যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে ছেড়ে সোজা দুর্গাপুরের বেনাচিতি বাজারে ঢোকেন তিনি। প্রথমেই চলে যান একটি চায়ের দোকানে। দেখা যায়, মাটির ভাড়ে চা কিনে খান তিনি। এরপর বেশ কয়েকটি সবজির দোকানে যান রাজ্য়পাল। কথা বলেন ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে। তাঁদের সমস্যার কথা শোনেন। এরপর নিজের জন্য কেনেন সবজি।

এদিন বাজারে দাঁড়িয়েই রাজ্যপাল বলেন, “বাজারে এসেছিলাম। যেভাবে দাম বাড়ছে, সকলের সঙ্গে কথা বললাম। মূলত মানুষের সমস্যা বুঝতেই এভাবে বাজারে আসে। অনেক কিছু দেখলাম, বুঝলাম। গোটা বিষয়টা মাথায় রেখে পদক্ষেপ করা হবে।” এরপর ব্যবসায়ীর চকলেট উপহার দিয়ে বাজার ছাড়েন রাজ্যপাল। সম্ভবত, এদিনই কলকাতায় ফিরবেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ