Advertisement
Advertisement
Duttapukur

দত্তপুকুরে এখনও উদ্ধার হয়নি কাটা মুণ্ড, মৃতের হাতে ইংরাজিতে ‘R’ লেখা ট্যাটুতে লুকিয়ে কোন রহস্য?

বাজিতপুরের চাষের জমিতে যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সোমবার সকালে।

Cut heads have not been found in Duttapukur

ফাইল চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 5, 2025 9:22 am
  • Updated:February 5, 2025 9:54 am   

অর্ণব দাস, বারাকপুর: দত্তপুকুরের ছোট জাগুলিয়ায় যুবক খুনে এখনও উদ্ধার হয়নি কাটা মুণ্ড। মঙ্গলবার দিনভর তল্লশির পরেও ওই কাটা মুণ্ড উদ্ধার হয়নি। দফায় দফায় খালের জলে ডুবুরি নামানো হয়। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত খালে তল্লাশির পরও কিছু পাওয়া যায়নি। আজ বুধবার ফের খালের জলে ডুবুরি নামানো হয়েছে। এদিকে মৃতের হাতে ইংরাজি শব্দ ‘আর’ লেখা আছে। সেই ট্যাটুই এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তদন্তকারীদের থেকে।

Advertisement

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বাজিতপুরের চাষের জমিতে যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সোমবার সকালে। তারপর স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তির মুণ্ডহীন রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। মৃতের শরীরের একাধিক জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করলেও দু’দিনে ওই কাটা মুণ্ড উদ্ধার করতে পারেনি।

এদিকে নতুন একটি সূত্র সামনে এসেছে। জানা গিয়েছে, ওই মৃতের বাঁ হাতে ইংরাজি আর শব্দ ট্যাটু করে লেখা আছে। সেটাই কি ওই যুবকের নামের আদ্যক্ষর? নাকি বিশেষ কারও নামের প্রথম অক্ষর? ওই ট্যাটুই মৃতের পরিচয়ের খোঁজ দিতে পারে। তেমনই মনে করছেন তদন্তকারীরা। আশেপাশের এলাকায় কেউ নিখোঁজ কিনা, তাও তলিয়ে দেখা যাচ্ছে। এই খুনের পিছনে একাধিক ব্যক্তি জড়িয়ে আছে। আক্রোশ থেকে এই খুন। তেমনও প্রাথমিকভাবে অনুমান। সম্পর্ক নিয়ে বিবাদ? নাকি দীর্ঘদিনের শত্রুতা? নাকি টাকাপয়সার লেনদেন নিয়ে বিবাদ? সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ। ভারী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল। সামনে থেকে গলা কেটে খুন করা হয়। গভীর রাতে এই খুন হয়।

তবে মৃতের পরিচয় জানা এখন প্রাথমিক কাজ। কাটা মুণ্ডও উদ্ধারের জন্য আরও তল্লাশি অভিযান চলবে। বুধবারও বিভিন্ন জায়গায় পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলবে। পাশাপাশি খালের জলে ডুবুরি তল্লাশি চলছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ