Advertisement
Advertisement
Kalyani

ফিরিয়েছিল কলকাতার হাসপাতাল, চোয়ালের ব্যয়বহুল অস্ত্রোপচার কল্যাণীর জেএনএমে

খুশি পরিবারের সদস্যরা।

Costly Maxillofacial Surgery at JNM Hospital Kalyani
Published by: Subhankar Patra
  • Posted:September 11, 2025 7:29 pm
  • Updated:September 11, 2025 7:29 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: ফিরিয়েছিল কলকাতার হাসপাতাল। ব্যয়বহুল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিনামূল্যে করে নজির কল্যাণীর জেএনএম হাসপাতালের। চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেলেন রানাঘাটের বাসিন্দা। চিকিৎসকরা আশাবাদী দ্রুতই রোগী আগের মতো কাজকর্ম করতে পারবেন।

Advertisement

বছর পঁয়তাল্লিশ সঞ্জয় সেন। পেশায় কাঠমিস্ত্রি। রানাঘাটের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কয়েকদিন আগে এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি। ভেঙে যায় মুখের চোয়াল-সহ সংলগ্ন কয়েকটি হাড়। প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা হয় কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান, চোয়ালে অস্ত্রোপচারের প্রয়োজন। চিকিৎবিজ্ঞানের ভাষায় ম্যাক্সিলোফেসিলারি সার্জারি করতে হত। কিন্তু এই সার্জারি ব্যয়বহুলল। দরকার নাক-কান-গলা বিশেষজ্ঞ-সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। দরকার পরিকাঠামো। কিন্তু জেএনএম হাসপাতালে এক ছাতার তলা তা পাওয়া মুশকিল ছিল। তা জানিয়ে দেওয়া হয় সঞ্জয়ের পরিবারকে।

এরপর তাঁরা যোগাযোগ করে ডা: আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে। কিন্তু এই হাসপাতালেও সুরাহা মেলিনি। স্বাস্থ্যসাথী কার্ড আপডেট করাতে না পেরে আটকে যায় চিকিৎসা। অসহায় অবস্থায় বাড়িতে কর্মহীন হয়ে পড়েছিলেন সঞ্জয়। সেই কথা জানতে পারেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান কুশলদেব বন্দ্যোপাধ্যায়। পুরপিতা ও স্থানীয় চিকিৎসক ও সমাজসেবী অতীন্দ্রনাথ মণ্ডলের সহযোগিতায় ফের কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয়কে।

সেখানেই বিশেষজ্ঞ ডাক্তার কুশল চট্টোপাধ্যায় (ম্যাক্সিলোফেসিয়াল সার্জেন) ও সৌমিত্র কুমার (নাক- কান -গলা বিশেষজ্ঞ ) যৌথ তত্ত্বাবধানে সফলভাবে অপারেশন করা হয়েছে। চিকিৎসকদের মত সঞ্জয় দ্রুত উনি সুস্থ হয়ে উঠবেন। ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে। স্বাভাবিকভাবেই খুশি সঞ্জয়ের পরিবারের সদস্যরা। ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ