Advertisement
Advertisement
Maldah

মালদহে গাড়ি চাপা দিয়ে খুন কংগ্রেস নেতাকে! পুরনো শত্রুতার জের? তদন্তে পুলিশ

অভিযুক্ত নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Congress leader allegedly murdered in Maldah, police started investigation
Published by: Kousik Sinha
  • Posted:October 7, 2025 1:01 pm
  • Updated:October 7, 2025 2:05 pm   

বাবুল হক, মালদহ:  গাড়ি চাপা দিয়ে মালদহে খুন কংগ্রেস নেতা! ঘটনায় অভিযোগের তির দলেরই এক কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বর্তমানে আহতরা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মীপুজোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Advertisement

জানা যাচ্ছে, ঘটনার পরেই অভিযুক্ত বিপদ মণ্ডল নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরিবারের দাবি, পুরনো শত্রুতার জেরে একেবারে পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দফায় দফায় অভিযুক্তকে জেরা করছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত ওই কংগ্রেস নেতার নাম নরেন্দ্রনাথ সাহা। বয়স ৪৫ বছর। স্থানীয় কংগ্রেস পরিচালিত হরিশ্চন্দ্রপুর-১নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। এলাকায় পরোপকারী হিসাবেই পরিচিত ছিলেন নরেন্দ্রনাথবাবু। শুধু রাজনীতি নয়, পেশায় ছিলেন আইনজীবীও। জানা যায়, নরেন্দ্রনাথ সাহার সঙ্গে এলাকার কংগ্রেস কর্মী বিপদ মণ্ডলের পুরনো একটি ঘটনা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। যা পরে গন্ডগোলের আকার নেয়।

যদিও তা পরিবর্তী সময়ে থেমে গেলে কনুয়া এলাকায় রাস্তার পাশে বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন নরেন্দনাথ সাহা। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন। সেই সময় হঠাৎ করেই বিপদ মণ্ডল একটি স্করপিং গাড়ি নিয়ে এসে তাঁদেরকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়ির চাকায় পিষে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহার। ঘটনায় আহত হন আরও চারজন। যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। বর্তমানে আহতরা মালদহ, রায়গঞ্জ এবং শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ