Advertisement
Advertisement
Paskura

পাঁশকুড়া হাসপাতালে ‘ধর্ষণ’ ২ স্বাস্থ্যকর্মীকে, রাডারে বেসরকারি নিয়োগ সংস্থার ‘প্রভাবশালী’ ম্যানেজার

২৪ ঘণ্টার মধ্যে ওই সংস্থাকে ওই শোকজের জবাব দিতে হবে।

Company sent show cause in case of harassment at paskura hospital
Published by: Suhrid Das
  • Posted:September 16, 2025 3:12 pm
  • Updated:September 16, 2025 6:43 pm   

সৈকত মাইতি, তমলুক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ২ স্বাস্থ্যকর্মীকে ‘ধর্ষণে’র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার ঠিকাদারী সংস্থার ফেসিলিটি ম্যানেজার পদে কর্মরত যুবক জাহির আব্বাস খান। নির্যাতিতারা ও অভিযুক্ত ওই বেসরকারি সংস্থার মাধ্যমে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন বলে খবর। ওই ঘটনায় এবার কাঠগড়ায় ওই সংস্থা। ধর্ষণের অভিযোগ সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যে ওই ঠিকাদারী সংস্থাকে শোকজ করা হল। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্ব্য আধিকারিক ওই সংস্থাকে শোকজ করেছে। কতটা প্রভাবশালী ওই ম্যানেজার? সেই প্রশ্নই এখন উঠেছে। 

Advertisement

২৪ ঘণ্টার মধ্যে ওই সংস্থাকে ওই শোকজের জবাব দিতে হবে বলে খবর। অভিযোগ, জাহির আব্বাস খান হাসপাতালের অনেক কর্মীর সঙ্গেই দুর্ব্যবহার করত। একাধিক মহিলা কর্মী তার নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ। জাহির আব্বাস খান ওই বেসরকারি সংস্থার মাধ্যমে হাসপাতালে কাজে নিযুক্ত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অতীতে অভিযোগ উঠলেও কেন ওই সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? ওই যুবককে কি আড়াল করতে চাইছিল সংস্থা? হাসপাতালের মধ্যেই নিজেকে প্রভাবশালী বলে পরিচয় দিত ওই যুবক! ওই সংস্থা কি কিছুই জানত না? সেই প্রশ্ন উঠেছে।

কেন ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? সেই প্রশ্নও উঠেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট না এলে কিছু বলা যাবে না। কিন্তু এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা চলছে।” ওই বেসরকারি সংস্থা হাসপাতালে আরও উন্নতমানের পরিষেবা ও নিরাপত্তার দেওয়ার জন্য কর্মী নিয়োগ করে থাকে। ওই কর্মীই যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়, তাহলে হাসপাতালের অন্যান্য কর্মী-রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকবে। হাসপাতালের তরফেও তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ, গত ১৪ তারিখ কোনও এক ছুতোয় ওই মহিলা কর্মীকে ডেকেছিল ওই যুবক। কাজ থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দিয়ে হাসপাতালের মধ্যেই ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না জানাতে ভয় দেখানো হয়! সোমবার ওই ঘটনাটি সামনে আসে। গতকালই এক নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অপরজন এখনও থানায় লিখিত অভিযোগ করেননি বলে খবর।  অভিযুক্তকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে। আজ, মঙ্গলবার ধৃতকে তমলুক আদালতে তোলা হয়। এদিনও হাসপাতাল চত্বরে উত্তেজনা রয়েছে। হাসপাতালের বাইরে বিক্ষোভও চলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ