সুমন করাতি, হুগলি: বর্ধমানের বাসিন্দা, পড়ান হুগলির এক কলেজে। সেই সুবাদে চুঁচুড়া এলাকায় একটি বাড়ি ভাড়া করে কোচিং ক্লাস চালান। সকাল-সন্ধ্যা প্রচুর ছাত্রছাত্রী পড়তে আসেন। একজন কলেজ শিক্ষকের রোজনামচার মতোই স্বাভাবিক ছন্দে কাটছিল দিন। কিন্তু ছন্দপতন ঘটল মঙ্গলবার। অভিযোগ, কোচিং ক্লাসে একা পেয়ে এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেছেন শিক্ষক। চুঁচুড়া মহিলা থানায় ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এলাকায় তুমুল শোরগোল। শুক্রবার অভিভাবকরা শিক্ষকের বাড়ি গিয়ে তাঁর উপর চড়াও হলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে।
জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক তথা বাংলার অধ্যাপক বিশ্বনাথ মুখোপাধ্যায়। তিনি হুগলির একটি কলেজে আংশিক সময়ের শিক্ষক। চুঁচুড়ার কোচিং ক্লাসে প্রচুর ছাত্রছাত্রী পড়ান। অভিযোগ, গত মঙ্গলবার কোচিংয়ে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রথম বর্ষের কলেজ ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। সেসময় ঘরে শিক্ষক আর ছাত্রী ছাড়া আর কেউ ছিলেন না বলে অভিযোগ। শুক্রবার বিকেল নাগাদ চুঁচুড়া মহিলা থানায় ‘স্যর’-এর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।
এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিভাবকরা ওই শিক্ষকের কোচিং সেন্টারে গিয়ে তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। মারধরও করা হয়। এই ঝামেলার খবর পেয়ে চুঁচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর মৌসুমী বসু চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, ”ঝামেলার বিষয়টি আমি পুলিকে ফোন করে জানাই। এধরনের ঘটনা সমীচীন নয়। অভিযোগের সারবত্তা তদন্ত করে দেখা উচিত। কেন অভিযোগ উঠল, তা আদৌ সত্যি কিনা, এসব যাচাই করা দরকার। যদি অভিযোগ সত্যি হয় তাহলে বলব, শিক্ষক-পড়ুয়ার সম্পর্কে এগুলো হওয়া উচিত না।” পুলিশ পরে গিয়ে ওই শিক্ষককে অভিভাবকদের প্রহারের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ও গ্রেপ্তার করে।
যে বাড়িটি ভাড়া নিয়ে কোচিং ক্লাস করাতেন অভিযুক্ত অধ্যাপক বিশ্বনাথ মুখোপাধ্যায়, সেই বাড়ির মালিক থেকে স্থানীয় বাসিন্দারা অভিভাবকদের এই আচরণ শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ মানতে পারছেন না। তাঁদের দাবি, শিক্ষককে যতদিন দেখেছেন, ভালো মানুষ হিসাবেই দেখেছেন। তাঁর পক্ষে এমন আচরণ করা অস্বাভাবিক। পুলিশ অবশ্য অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.