Advertisement
Advertisement
CM Mamata Benerjee

‘কেন্দ্র বঞ্চনা করলেও উন্নয়ন থামবে না’, বীরভূম থেকে রূপরেখা ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী

বোলপুরে প্রশাসনিক বৈঠকে বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।

CM Mamata Benerjee Blue Printed For Devolepment Work in Bengal

ফাইল ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 28, 2025 1:06 pm
  • Updated:July 28, 2025 1:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। এই বঞ্চনার মধ্যেও উন্নয়নমূলক কাজ কীভাবে করতে হবে? সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে সেই রূপরেখা ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র টাকা আদকে রেখেছে। এই অবস্থাতেও এলাকার উন্নয়নমূলক কাজ করতে হবে। রাজ্যের টাকাতেই সব কাজ হবে। এলাকার কাজের জন্য জেলা পরিষদ থেকে ৫ শতাংশ, পঞ্চায়েত সমিতি থেকে ৫ শতাংশ, স্থানীয় এমএলএরা ১০ লক্ষ টাকা দেবেন। এই সব টাকা নিয়ে জমা পড়বে ডিএমদের কাছে। বাকি টাকা দেবে রাজ্য সরকার।”

সোমবার বোলপুরে জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন দুপুর ১টা নাগাদ বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই একাধিক বিষয় নিয়ে নির্দেশ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি ভিনরাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে সরব হন মমতা। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে। তাঁদের ফিরিয়ে আনুন। প্রয়োজনে রাজ্যের সমস্ত নাগিরিক পরিষেবা দেওয়া হবে। 

মুখ্যমন্ত্রীর নির্দেশ, “দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। ওদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না, পালিয়ে যায়। ওঁরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে, তাহলে তো ভালো। আর তা না থাকলে, আমরা ক্যাম্প বানিয়ে দেব। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওঁদের কাজের ব্যবস্থা করে দেব। ওঁদের জব কার্ড দিয়ে দেওয়া হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ