বিক্ষোভে উত্তাল এলাকা।
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তিনটি ইঞ্জিন ভ্যানের রেষারেষি! বেপরোয়া গতির বলি পঞ্চম শ্রেণির ছাত্রী। জনরোষে আক্রান্ত এক ইঞ্জিন ভ্যান চালক। দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। উত্তাল এলাকা। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কুমরপাড়া গ্রাম পঞ্চায়েতের শংকরঘেরির কাছে।
মৃত স্কুল পড়ুয়ার নাম টগরি বাউর। স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সে। মঙ্গলবার স্কুল ছুটির পর বিকেলে বোলের বাজার রোড ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় উলটো দিক থেকে তিনটি পাথর বোঝাই ভ্যান দ্রুত গতিতে আসছিল। স্থানীয়দের দাবি, চালকরা নিজেদের মধ্যে রেষারেষি করছিল।
একটি ইঞ্জিনভ্যান ছাত্রীর সাইকেলে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে বালিকা। সেই সময় তার মাথার উপর থেকে অন্য পাথরবোঝাই অন্য ইঞ্জিনভ্যানের চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীর। এরপর ওই এলাকা উত্তাল হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। একটি ইঞ্জিনভ্যানের চালককে আটক করেন বাসিন্দারা। অন্য দু’টি ইঞ্জিনভ্যানের চালককে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ।
স্থানীয়দের দাবি, এই রাস্তায় বেপরোয়া যান চলাচল করে। বারবার বারণ করা হলেও কিছু পদক্ষেপ করা হয়নি। স্কুল শুরুর আগে এবং ছুটির সময় এ ধরনের বেপরোয়া যান চলাচল ওই রাস্তায় অবিলম্বে বন্ধের দাবি বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশের আশ্বাসে শেষপর্যন্ত বিক্ষোভ উঠে যায়। ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.