শেখর চন্দ্র, আসানসোল: বাসন রাখাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। একদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামী, অন্যদিকে বর্তমান তৃণমূল কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট ও তাঁদের অনুগামী। প্রকাশ্যে চলছে হাতাহাতি, মারপিট। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই অশান্তির ভিডিও। তা নিয়েই সরগরম আসানসোলের কুলটি। অশান্তি পাকানোর অভিযোগ তুলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আটক করল পুলিশ।
রবিবার আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জামির কুরেসির বাড়ির সামনে কোনও অনুষ্ঠানের অছিলায় রান্নার বাসন রেখে দেওয়া হয়। যার ফলে বাড়িতে যাতায়াতে সমস্যা তৈরি হয়। ওয়ার্ড প্রেসিডেন্ট জানতে পারেন এই ঘটনাটি ঘটিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ও তাঁর অনুগামীরা। অথচ প্রাক্তন কাউন্সিলরের বাড়ি অন্য এলাকায়। এই নিয়ে বড় অশান্তি হতে পারে আশঙ্কা করে ওয়ার্ড প্রেসিডেন্ট জামির ঘটনার কথা জানান বর্তমান তৃণমূল কাউন্সিলর নাদিম আখতারকে। তিনি কুলটি পুলিশের সাহায্য নেন। পুলিশ রান্নার বড় বড় বাসন, ড্রাম সেখান থেকে সরিয়ে দেয়। অভিযোগ এরপরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দলবল নিয়ে হামলা চালায় ওয়ার্ড প্রেসিডেন্ট জামির কুরেশি, বর্তমান কাউন্সিলর নাদিম আখতার, তৃণমূল-সহ সম্পাদক জামসেদ নাসরির উপর। তাঁদের নিচুপাড়া এলাকার বাড়িতেও ইট-পাটকেল ছোড়া হয়। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ও তাঁর দলবল লাঠি, পেট্রোল বোমা নিয়েও হামলা চালিয়েছে। যদিও ভাইরাল ভিডিওতে শুধু হাতাহাতি করতেই দেখা গিয়েছে দু’পক্ষকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০২২ সালে আসানসোল পুরনিগমের ভোটে আখতার হোসেন পেয়েছিলেন তৃণমূলের টিকিট। তার আগেও তিনি তৃণমূল কাউন্সিলর ছিলেন ওই ওয়ার্ডে। আখতারের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান নাদিম আখতার। কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা যায় তৃণমূল প্রার্থী আখতারকে হারিয়ে দিয়েছেন নাদিম। নাদিম কাউন্সিলর হওয়ার পর তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই বর্তমান কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলরের লাগাতার ঝামেলা-অশান্তি চলছে। যদিও নাদিম আখতারের দাবি তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তাই শুধু কাউন্সিলর নন, তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে কুলটি ব্লকের মাইনরিটি সেলের সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.