Advertisement
Advertisement
Basanti

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, বাসন্তীতে নার্সিং পড়ুয়াকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা সিভিক ভলান্টিয়ারের!

তরুণীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাই।

Civic volunteer allegedly attacked a woman and attempt to suicide in Basanti
Published by: Sayani Sen
  • Posted:August 15, 2025 5:25 pm
  • Updated:August 15, 2025 5:25 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আর সেই আক্রোশে নার্সিং পড়ুয়াকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ। এরপর ঘটনাস্থলেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক সিভিক ভলান্টিয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া মোড়ে ব্যাপক উত্তেজনা।

Advertisement

জখম নার্সিং পড়ুয়া সুস্মিতা মণ্ডল। বেনারসে নার্সিং পড়েন তিনি। পরিবারের দাবি, সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ সুস্মিতাকে পছন্দ করেন। প্রেম প্রস্তাব দেন। বাড়িতে এসে বিয়ের প্রস্তাবও দেন। তবে সেই প্রস্তাবে রাজি হননি সুস্মিতা। তাতে বিরক্ত হন বিশ্বজিৎ। নার্সিং পড়ুয়ার পরিবারের আরও দাবি, সেই আক্রোশে শুক্রবার সকালে বিশ্বজিৎ তাঁর উপর আক্রমণ করেন। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেই অভিযোগ।

চিৎকার করতে শুরু করেন সুস্মিতা। আওয়াজ পেয়ে দৌড়ে আসেন তাঁর ভাই গোবিন্দ। দিদিকে বাঁচাতে গিয়ে জখম হন তিনি। ঘটনাস্থলেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিশ্বজিৎ। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। সেই সময় রক্তে ভেসে যাচ্ছে ঘটনাস্থল। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ