রমণী বিশ্বাস, তেহট্ট: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশের তিনদিনের মাথায় তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিধায়কের বাড়ির মূল দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিধায়কের বাড়ি এবং অফিস আপাতত ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বিধায়কের নদিয়ার কড়ুগাছির বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকেরা। মোট ন’জন সিবিআই আধিকারিক ওই গাড়িতে ছিলেন। তেহট্টের বিধায়কের বাড়ি এবং অফিস ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির মূল ফটক বন্ধ করে বিধায়ককে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল।
উল্লেখ্য, সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। জেলাপরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা সাংবাদিক বৈঠক করে দাবি করেন, স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন তাপস সাহা। এমনকী দমকলে নিয়োগের ক্ষেত্রেও তাপসবাবু জালিয়াতি করেছেন বলেই অভিযোগ। ওই অডিও ক্লিপিং টুইট করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারস্থ হন তরুণজ্যোতি। মামলা দায়ের হয়। সিবিআইকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় হাই কোর্ট। সেই নির্দেশের তিন দিনের মাথায় বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.