Advertisement
Advertisement
Medinipur

দাউদাউ করে জ্বলছে শরীর! দগ্ধ অবস্থায় মেদিনীপুরে ভরা রাস্তায় আর্তনাদ লটারি বিক্রেতার

কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ওই লটারি বিক্রেতা।

Burned man walks in road for help in Medinipur
Published by: Sayani Sen
  • Posted:May 24, 2025 5:43 pm
  • Updated:May 24, 2025 5:43 pm   

সম্যক খান, মেদিনীপুর: কোথাও দাঁড়িয়ে বাইক। আবার কোথাও টোটো। ভরা রাস্তায় এক যুবক আর্তনাদ করতে করতে ছুটছেন। তাঁর শরীর জ্বলছে। শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী মেদিনীপুর শহর লাগোয়া কেরানচিটি এলাকা। জানা গিয়েছে, ওই যুবক পেশায় লটারি ব্যবসায়ী। বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। তবে কে বা কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement

অগ্নিদগ্ধ ওই যুবক সুরজিৎ সাউ। দীর্ঘদিন ধরে লটারি ব্যবসা করেন তিনি। প্রতিদিনের মতো শনিবারও নিজের দোকানে বসেছিলেন সুরজিৎ। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী দোকানে আসে। কিছু বুঝে ওঠার আগে সুরজিতের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারপরই দোকান ছেড়ে পালিয়ে যায়। গায়ে আগুন লাগা অবস্থায় চিৎকার করতে শুরু করেন লটারি ব্যবসায়ী। রাস্তায় দৌড়াদৌড়ি করতে করতে পোশাক খোলার চেষ্টা করেন। তাঁকে স্থানীয়রাই পরে উদ্ধার করে। প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে এলাকায় গুমটি দোকান তৈরি নিয়ে অশান্তি চলছিল। তার জেরে লটারি ব্যবসায়ীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। তদন্তকারীরা জানিয়েছেন, ওই যুবকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বাইকে করে তিনজন যুবক লটারির দোকানের কাছে পৌঁছয়। তারপর দোকানির গায়ে আগুন লাগিয়ে এলাকা ছাড়ে তারা। দোকান চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ