সৌরভ মাজি, বর্ধমান: মুখ্যমন্ত্রীর বর্ধমান সফরের ঠিক আগেই কড়া পদক্ষেপ জেলা পুলিশের। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হল বর্ধমানের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে। তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রীর সফরের আগেরদিন খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তার ভিত্তিতেই কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ। অভিযোগ পাওয়ামাত্রই ওই এএসআই-কে চিহ্নিত করে মঙ্গলবার সকালেই সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায়।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সভাস্থল অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন পরিদর্শন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস-সহ অন্যান্য আধিকারিকরা। সাংবাদিকরাও সেখানে সভাস্থলের ছবি তুলতে গিয়েছিলেন। এক চিত্রসাংবাদিককে হাত টেনে ধরে সেখান থেকে বের করে দিতে দেখা গিয়েছে এএসআই দেবাশিস কুমার দে-কে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তবে তাঁর ওই আচরণ হু হু করে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তুমুল নিন্দা শুরু করে সাংবাদিক মহল ও নেটিজেনরা। এরপর মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে বিতর্ক এড়াতে দেবাশিস কুমার দে নামে ওই এএসআই-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। সেইমতো তাঁকে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই পুলিশের কর্তব্য এবং জনসংযোগের ধরন নিয়ে নানা বার্তা দেন। রক্ষাকর্তা হিসেবে যাতে জনতার সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উর্দিধারীরা, বিভিন্ন জনসভায় তিনি সেকথা উল্লেখ করেন। তারপরও তাঁর সফর নিয়ে খবরাখবর করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে এএসআইয়ের এমন অভব্য আচরণ দেখেই কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.