অভিযুক্ত সেনা জওয়ান দেবাশিস মণ্ডল।
দেবব্রত মণ্ডল, বারুইপুর: সম্পত্তি নিয়ে বিবাদ! জমি লিখে দিচ্ছেন না বাবা-মা। সেই ‘অপরাধে’ বোন-সহ বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিএসএফ জওয়ান ছেলের বিরুদ্ধে। ছেলের হাতে আক্রান্ত বৃদ্ধ বাবা-মা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ জানিয়েছেন বৃদ্ধ বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ঝড়খালি এলাকায়।
অভিযুক্ত জওয়ানে নাম দেবাশিস মণ্ডল। বেশ কয়েক বছর আগে বিএসএফে চাকরি পান তিনি। পরে পদোন্নতি হয়। বর্তমানে দেবাশিস বিএসএফের বড় অফিসার। ঝড়খালিতে বাবার পৈত্রিক বাড়িতেই একটি পাকা বাড়ি ও তৈরি করেছেন। উত্তরপ্রদেশের বছর কয়েক আগে মহিলাকে বিয়েও করেছেন। অভিযোগ তারপর যতবার বাড়িতে এসেছেন জওয়ান, ততবারই বৃদ্ধ পিতা নিমাই মণ্ডল, মা কবিতা মণ্ডল ও বোন পূর্ণিমা মণ্ডলকে বেধড়ক মারধর করেছেন। সম্প্রতি ওই জওয়ান বাড়িতে এসেছেন। তারপর বাড়ে অত্যাচারের মাত্রা। মারধরে আহতদের প্রথমে বাসন্তী হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়। অবস্থা খারাপ হওয়ায় তিনজনকে পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
বাবা নিমাই মণ্ডলের অভিযোগ, সমস্ত জায়গা জমি ছেলের নামে লিখে দিতে হবে বলে জোর দিচ্ছে। এই জায়গা জমি লিখে না দেওয়ার কারণেই প্রতিনিয়ত আমাদেরকে মারধর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিএসএফ জওয়ানকে ফোন করা হলেও তিনি কোনও কথা বলতে রাজি হননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.