Advertisement
Advertisement
BSF

অনুপ্রবেশ রুখতে গিয়ে বাংলাদেশে ঢুকলেন BSF জওয়ান, গাছে বেঁধে ‘মার’ বাংলাদেশিদের

পরে জওয়ানকে বিএসএফের হাতে ফিরিয়ে দেয় বিজিবি।

BSF Jawan detained in Bangladesh

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 4, 2025 6:05 pm
  • Updated:June 4, 2025 7:15 pm  

শাহজাদ হোসেন, সামশেরগঞ্জ: অনুপ্রবেশ রুখতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন বিএসএফ জওয়ান! তারপরই ওই জওয়ানকে আটকে রাখেন বাংলাদেশিরা। পরে তাঁকে বর্ডার গার্ড অফ বাংলাদেশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযোগ, বিএসএফ জওয়ানকে মারধর করে স্থানীয়রা। পরে অবশ্য জওয়ানকে বিএসএফের হাতে ফিরিয়ে দেয়।

Advertisement

জানা গিয়েছে, বিএসএফ জওয়ানের নাম শ্রী গনেশ। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাংলাদেশের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সকালে একটি ছাগলকে ধাওয়া করে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন দুজন বিএসএফ সদস্য। তাঁরা একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ারও চেষ্টাও করেন। এরপরই স্থানীয় গ্রামবাসীরা একত্র হয়ে এক বিএসএফ সদস্যকে ধরে আটকে রাখে। মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের তৈরি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অন্যজন পালিয়ে যায় বলে অভিযোগ। পরে শ্রী গণেশকে বিজিবির হাতে তুলে দেয় তারা।

আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বেনজির আলী বলেন, “বিএসএফ সদস্যকে স্থানীয়রা আটক করেছে এ ঘটনা সত্যি। আমার পাশের গ্রামেই এ ঘটনা ঘটেছে।” নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মহম্মদ নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “সাত রশিয়া গ্রাম ও সীমান্তের জিরো লাইন কাছাকাছি। তাই বাংলাদেশি ছাগল জিরো লাইনের কাছাকাছি গিয়ে ঘাস খায়। এতে বিএসএফ সদস্যরা ছাগল ধরতে এসে বাংলাদেশে ঢুকে পড়েন। এসময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক কলাগাছের সঙ্গে বেঁধে রাখে। পরে বিজিবির হাতে সোপর্দ করেছে। সঙ্গে থাকা আরও একজন বিএসএফ সদস্য পালিয়ে গিয়েছেন।”

এ প্রসঙ্গে বিএসএফের তরফে জানানো হয়, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক রাখাল ভারতীয় ভূখণ্ডে চলে আসে। সেই সময় দায়িত্ব থাকা বিএসএফ ধাওয়া করলে বাংলাদেশে ঢুকে পড়ে ৭১ নম্বর নুরপুর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান। সেখানে বিজিবির হাতে আটক হয় ভারতীয় জওয়ান। যদিও ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ৭১ নং ব্যাটেলিয়ানের জওয়ানকে তুলে দেওয়া হয়েছে বিএসএফের হাতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement