প্রতীকী ছবি
সঞ্জিত ঘোষ, নদিয়া: সম্পত্তি বিবাদের জেরে বিশেষ চাহিদাসম্পন্ন দিদিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনাটি ঘটেছে রানাঘাটের ধানতলা থানার কানিবাউনি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম আজিমা মণ্ডল। আনুমানিক বয়স ৪৫। তিনি রানাঘাটের (Ranaghat) ধানতলা থানার বাসিন্দা। বেশ কয়েকমাস ধরে আজিমার সঙ্গে তাঁর ভাইদের জমি বিবাদ চলছিল। মাঝে মধ্যেই তাঁদের ঝামেলা হত বলে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার এক ভাই আসাদুর মণ্ডলের সঙ্গে ঝামেলা চরমে পৌঁছয়।
অভিযোগ, বচসা চলাকালীন আসাদুর লোহার রড দিয়ে আজিমাকে মারধর করেন। তাঁর চিৎকার শুনে পাশেই থাকা অনান্য ভাই ও প্রতিবেশীরা ছুটে আসেন। রক্তাক্ত আজিমাকে উদ্ধার করে প্রথমে দত্তফুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে (Ranaghat Sub-Divisional Hospital)।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত আসাদুল প্রায় তিন মাস বাংলাদেশে ছিলেন। সেখান থেকে ফিরে এসে এদিন সকালে বোনকে পিটিয়ে মেরেছেন বলে অভিযোগ। এক প্রতিবেশী শাহাবুল চৌধুরী বলেন, “জমি জায়গা নিয়ে ভাই বোনদের ঝামেলা চলছিল। আসাদুল প্রায় তিন মাস বাড়িতে ছিলেন না। ফিরে এসে বৃহস্পতিবার বোনকে পিটিয়ে মেরেছে। অনুমান জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই এই কাণ্ড।” ঘটনার পর থেকেই অভিযুক্ত আসাদুর পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.