Advertisement
Advertisement
Bardhaman

পরকীয়া সম্পর্কের জের, বধূ ও প্রেমিককে রাতভর আটক, খুঁটিতে বেঁধে নিগ্রহ! চাঞ্চল্য বর্ধমানে

ওই দু'জনকে উদ্ধার করতে গিয়ে পুলিশকেও বেগ পেতে হয়েছে।

Bride and boyfriend detained overnight in Burdwan over extramarital affair

ঘটনা ঘিরে এলাকায় বিক্ষোভ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 13, 2025 2:15 pm
  • Updated:September 13, 2025 2:15 pm   

ধীমান রায়, কাটোয়া: ভিনরাজ্যে স্বামী পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। এদিকে স্ত্রী এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। বধূর শ্বশুরবাড়ির লোকজন দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন। রাতভর তাঁদের ঘরে আটকে রেখে সকালে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভেদিয়া গ্রামে।

Advertisement

জানা গিয়েছে ভেদিয়া বাগদিপাড়ার পাশে আদিবাসী সম্প্রদায়ের ওই বধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ওই বধূ থাকেন। বাগবাটি গ্রামের এক বিবাহিত যুবকের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরেই পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ। গতকাল, শুক্রবার রাত প্রায় একটা নাগাদ প্রেমিক যুবক ওই বধূর ঘরে ঢুকেছিলেন! সেসময় ওই গৃহবধূর শাশুড়ি ঘটনাটি দেখে ফেলেন। বাড়ির লোকজন ও প্রতিবেশীদের তিনিই খবর দেন। হাতেনাতে দু’জনকে পাকড়াও করা হয় বলে অভিযোগ।

অভিযোগ, পরকীয়ায় জড়ানো প্রেমিক-প্রেমিকাকে রাতে ঘরের মধ্যে আটকে রাখা হয়। আজ, শনিবার সকালে দু’জনকে ঘর থেকে বার করে আনে লোকজন। দু’জনকে বাড়ির কাছেরই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা শুনে এলাকায় পৌঁছয় আউশগ্রামের ছোড়া ফাঁড়ির পুলিশ। দু’জনকে উদ্ধার করতে গিয়ে পুলিশকেও স্থানীয়দের বিক্ষোভ, বাধার মুখে পড়তে হয়। পুলিশের সঙ্গে ক্ষিপ্ত জনতার ধাক্কাধাক্কিও হয়! বহু চেষ্টার পর পুলিশ ওই দু’জনকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনা জানাজানি হতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ