সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মিড ডে মিলে সরকারি বরাদ্দ মতো খাবার না দিয়ে বিস্কুট ও পাউরুটি দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তেহট্ট থানার রামজীবনপুর প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযোগ, সেখানে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষক।
জানা গিয়েছে, ওই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭১ এবং শিক্ষক চারজন। অভিভাবকদের অভিযোগ, মঙ্গলবার ও বুধবার দু’দিন স্কুলে মিড ডে মিল রান্না হয়নি। তার বদলে মঙ্গলবার ছাত্রছাত্রীদের বিস্কুট ও বুধবার পাউরুটি দেওয়া হয়। তার কারণ জানতে স্কুলে যান অভিভাবকরা। তাঁদের মধ্যে কয়েকজন অভিভাবক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, প্রধান শিক্ষক অনিলকুমার মণ্ডল তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপর ওই অভিভাবকরা স্কুল থেকে বেরিয়ে বাকিদের বিষয়টি জানান। তারপরই উত্তেজিত অভিভাবকরা প্রধান শিক্ষকের ঘরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের কথায়, প্রধান শিক্ষক শাসক দলের নেতা। তিনি তাঁর রাজনৈতিক প্রভাবের কথা বলে অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
অভিভাবকরা জানান, “স্কুলে মিড ডে মিল নিয়মিত হয় না। স্কুলে বেশিরভাগ দিন ভাতের পরিবর্তে বিস্কুট অথবা পাউরুটি দেওয়া হয়। পাশাপাশি, স্কুলে ঠিকমতো ক্লাস হয় না। আমরা বারবার প্রধান শিক্ষককে বলা সত্ত্বেও তিনি কথায় কান দেননি। এর মধ্যে পরপর দু’দিন স্কুলে মিড ডে মিলে ভাতের পরিবর্তে বিস্কুট দেওয়া হয়। অথচ প্রধান শিক্ষক অফিসে রিপোর্ট পাঠাচ্ছেন মিড ডে মিল হচ্ছে। আমরা এই অভিযোগ বিডিওকে জানিয়েছি।” স্কুলের ছাত্ররা জানিয়েছে, স্কুলে পরপর দুদিন মিড ডে মিলে ভাতের বদলে বিস্কুট দেওয়া হয়। শিক্ষকরা সময়মতো স্কুলেও আসেন না। ক্লাস ঠিকমতো হয় না। এই বিষয়ে তেহট্ট -১ ব্লকের বিডিও অচ্যুতানন্দ পাঠক বলেন, “ওই স্কুলের মিড ডে মিল নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য বলা হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.