Advertisement
Advertisement
Domjur

পুলিশ ক্যাম্প থেকে ৫০ মিটার দূরে উদ্ধার যুবকের দেহ, খুন নাকি আত্মহত্যা? চাঞ্চল্য ডোমজুড়ে

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Body of unidentified person recovered in Domjur

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 13, 2025 10:28 am
  • Updated:July 13, 2025 5:40 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ডোমজুড়ের রাস্তায় উদ্ধার অজ্ঞাতপরিচিত ব্যক্তির ঝুলন্ত দেহ।রবিবার সাত সকালে ডোমজুড়ের শলপে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি গাছ থেকে দেহটি উদ্ধার হয়। যা কি না, পুলিশ ক্যাম্প থেকে মাত্র ৫০ মিটার দূরে। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

রবিবার সকালে খবর পেয়ে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু তা জানা যায়নি। মৃত ব্যক্তি এলাকার নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এক বাসিন্দা বলেন, “আগে কখনও এলাকায় দেখিনি।” মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অনুমান বাইরে থেকে আসা লরির চালক অথবা খালাসি হতে পারে। কিন্তু কী কারণে খুন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

যুবককে অন্য কোনও জায়গায় খুন করে দেহ জোমজুড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকি, তিনি আত্মঘাতী হয়েছেন? উঠছে সেই প্রশ্ন। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ