ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
অর্ণব দাস, বারাকপুর: রাজ্যে ফের ‘স্টোনম্যান’ কায়দায় খুন! শনিবার সাতসকালে জগদ্দলের কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের খাল থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। সকালে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। দুই জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃতের নাম ইশতিয়াক কুরেশি ওরফে হীরা। বয়স ৪০ বছর। মৃতের বাড়ি ভাটপাড়া থানার মানিকপীড় এলাকায়। শনিবার সকালে জগদ্দলের উচ্ছেগরের কাছের খালে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেয় জগদ্দল থানার পুলিশকে। জগদ্দল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহে একাধিক চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, ইট দিয়ে মাথা থেঁতলে যুবককে ‘খুন’ করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা। মৃতের এক মৃতের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। রশিদ কলিম ওরফে পিন্টু ও ঝন্টু মিস্ত্রি নামে দু’জন ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
কী কারণে খুন? খালের জলে দেহ এল কী করে? অন্য কোথাও খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে? রয়েছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। যান বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমরা সবদিক খতিয়ে দেখছি। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন কিছু বলা সমীচীন নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.