Advertisement
Advertisement
Barasat

অভিজাত জুতো বিপণির শোরুমে কর্মীর দেহ! খুন নাকি অন্য কিছু?

ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের কলোনি মোড়ে।

Body of a youth found in Barasat

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 3, 2025 1:25 pm
  • Updated:July 3, 2025 1:25 pm   

অর্ণব দাস, বারাসত: অভিজাত জুতো বিপণির শোরুমে কর্মীর দেহ! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের কলোনি মোড়ে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু? খুন নাকি আত্মহত্যা? ভাবাচ্ছে তদন্তকারীদের।

Advertisement

বারাসতের কলোনি মোড়ে অভিজাত জুতো বিপণির শোরুমটি দীর্ঘদিনের। সেখানেই কাজ করতেন মৃত শুভ্রজিৎ ধর। ওই শোরুমে চলছে লিফটের কাজ। জানা গিয়েছে, বুধবার বিকেলের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শুভ্রজিৎকে। বিভিন্ন জায়গায় চলে খোঁজ। রাতের দিকে কয়েকজন দেখতে পান লিফটের তলায় কেউ পড়ে রয়েছেন। এরপরই খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশ ও দমকলকে। পুলিশ উদ্ধার করার পর দেখা যায় দেহটি শুভ্রজ্যোতি ধরের।

রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজে পাঠানো হয়। কীভাবে এই মৃত্যু? তার তদন্ত নেমেছে বারাসাত থানার পুলিশ। জানা গিয়েছে,মৃতের এক সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তিনি গোটা বিষয়টা এড়িয়ে যান। পাশাপাশি কীভাবেই তিনি খবর পেয়েছেন তাও খোলসা করে বলতে পারেননি। তার এই আচরণে হাজারও প্রশ্ন তুলে দিয়েছে তদন্তকারীদের মনে। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ