Advertisement
Advertisement
Asansol

জাতীয় সড়কের ধারে যুবকের নলিকাটা দেহ! নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?

রহস্যভেদে তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a youth found in Asansol

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 5, 2025 3:46 pm
  • Updated:June 5, 2025 6:39 pm   

শেখর চন্দ্র, আসানসোল: জাতীয় সড়কের ধারে মিলল যুবকের নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল আসানসোলের জামুরিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে কে বা কারা? উঠে আসছে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব। রহস্যভেদে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম দেবজ্যোতি সিং। জামুরিয়ার নিঘার বাসিন্দা ছিলেন তিনি। বৃহস্পতিবার ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে সীতারাপুর ও এথোরার মাঝে মেলে দেবজ্যোতির নলিকাটা দেহ। স্থানীয়রা দেহ দেখামাত্রই খবর দেয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এরপরই বিস্ফোরক দাবি করেন মৃতের পরিবারের সদস্যরা। তাঁরা জানান, মৃতের সঙ্গে একই অফিসে চাকরি করতেন পুরুলিয়ার পারবেলিয়ার এক তরুণী। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান তরুণীর এক আত্মীয়।

শোনা যাচ্ছে, মৃত্যুর আগে শেষবার নাকি প্রেমিকার ওই আত্মীয়র সঙ্গেই দেখা গিয়েছিল দেবজ্যোতিকে। অভিযোগ, এই খুনের সঙ্গে যোগ রয়েছে তাঁর। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে মৃতের প্রেমিকার সেই আত্মীয়র। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। অবিলম্বেই রহস্যভেদ হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ