ফাইল ছবি
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আটক করা হল এক বিজেপি সমর্থককে। অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার বরিজপুরের কানপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ ঘড়ুই পেশায় গৃহশিক্ষক। বিজেপি সমর্থক বলেও তাঁকে চেনেন এলাকার বাসিন্দারা।
কী অভিযোগ বিজেপি সমর্থকের বিরুদ্ধে? সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী কাজ হারিয়েছেন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। রাজ্য সরকারকে বিরোধীরা নিশানা করছেন। সেই অবস্থায় উস্তির বাসিন্দা ওই ব্যক্তি সমাজ মাধ্যমে এই বিষয়ে গতকাল শুক্রবার প্ররোচনামূলক একটি পোস্ট করেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘শুট অ্যাট সাইট’ করার কথা বলা হয়।
এই বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা উস্তি থানায় সুরজিৎ ঘড়ুইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আটক ওই ব্যক্তি প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হিংসাত্মক বিভিন্ন বিষয় প্রচার করেন বলে অভিযোগ। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ডায়মন্ড হারবার-যাদবপুর জেলার প্রবীণ তৃণমূল নেতা ও দলের শ্রমিক সংগঠনের সহ-সভাপতি শক্তি মণ্ডল বলেন, “বিষয়টি শুনেছি। আমার মনে হয় ওই ব্যক্তির মস্তিষ্কে কোনও সমস্যা হয়েছে। তবে যদি সম্পূর্ণ সুস্থ মস্তিস্কে এই পোস্ট করা হয়ে থাকে, তবে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.