সম্যক খান ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সকাল থেকে দোল উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। সকাল থেকেই আবির, রঙে মেতে উঠেছে আম জনতা। একইভাবে দোলের আনন্দে শামিল রাজ্যের নেতা-মন্ত্রী-সাংসদরাও। সেই তালিকা থেকে বাদ পড়েননি বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও। সোমবার সকালেই কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় বের হন তিনি। প্রচারের ফাঁকে কচিকাঁচাদের হাতে আবিরও মাখেন সাংসদ।
করোনা সংক্রমণ এড়াতে এবছর দোল বা হোলি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু জনসংযোগের জন্য দোলের দিনটিকেই বেছে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের লোকসভা এলাকার ধর্ম হরি মন্দিরে যান তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এলাকার খুদেদের হাত থেকে আবির মাখেন তিনি।
সেখান থেকে বিদ্যাসাগর হল, রাঙ্গামাটি, মির্জা বাজার, পাটনা বাজার কাঠগোলায়ও যাবেন তিনি। কিন্তু কেন প্রধানমন্ত্রী সতর্ক করা সত্ত্বেও জনসংযোগের জন্য এই দিনটিকেই বেছে নিলেন দিলীপ ঘোষ? তিনি বলেন, “দোল-বসন্তোৎসবে জনসংযোগের সুযোগ অনেক বেশি থাকে। সেই কারণেই এই সিদ্ধান্ত।” তবে এদিন বড় জমায়েতের কর্মসূচি নেই বলেই জানান বিজেপি সাংসদ।
দোলের সকাল থেকেই রং হাতে চুটিয়ে আনন্দ করছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরাও। মুদিয়ালিতে খুদেদের সঙ্গে আবির খেললেন মালা রায়। লেক মার্কেটে দলীয় কর্মী ও স্থানীয়দের সঙ্গে রং খেলায় মেতেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রং খেলার ফাঁকে ঢোল বাজিয়ে গানও করেন তিনি। দমদমে দোল উৎসবে মাতোয়ারা ব্রাত্য বসুও। সোমবার সকাল থেকেই হিন্দুস্তান পার্কে দোল উৎসবে মেতেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.