Advertisement
Advertisement
Shantipur

রেস্তরাঁয় বিজেপি নেত্রীকে মারধর-শ্লীলতাহানি, যৌন হেনস্তার হুমকি! চাঞ্চল্য শান্তিপুরে

ঘটনার পর থেকেই আতঙ্কে ওই পরিবার।

BJP leader attacked by miscreants in Shantipur

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:June 8, 2025 4:25 pm
  • Updated:June 8, 2025 4:25 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: স্বামীর সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই মারধর ও শ্লীলতাহানির শিকার হলেন বিজেপি পঞ্চায়েত সদস্য। যৌন হেনস্তা ও খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কি রাজনীতি আছে? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে আতঙ্কে ওই পরিবার।

Advertisement

জানা গিয়েছে, শান্তিপুরের নবলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ওই যুবতী। এলাকাতেও বিজেপি নেত্রী হিসেবে তিনি পরিচিত। গতকাল, শনিবার রাতে স্বামীর সঙ্গে ওই তরুণী ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে চার যুবক বসেছিলেন। রেস্তরাঁয় স্ত্রীকে বসিয়ে তাঁর স্বামী পাশের দোকানে জলের বোতল কিনতে গিয়েছিলেন। অভিযোগ, সেসময় ওই চার যুবক ওই তরুণীকে দেখে অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকেন। শুধু তাই নয়, ওই মহিলাকে দেখে যৌন অঙ্গভঙ্গিও করতে থাকেন বলে অভিযোগ। কাছে গিয়ে তরুণীর গায়ে হাতও দিয়েছেন বলে অভিযোগ।

স্বামী ফিরে এলে ঘটনার কথা তাঁকে জানান ওই তরুণী। ঘটনার প্রতিবাদ জানানো হয়। এরপরেই মারমুখী হয়ে ওঠেন ওই যুবকরা। স্বামী-স্ত্রী দু’জনকেই মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, যৌন হেনস্থা ও খুনের হুমকিও দেওয়া হয় বিজেপির ওই পঞ্চায়েত সদস্যাকে। কোনওরকমে স্বামী-স্ত্রী ওই রেস্তরাঁ থেকে পালিয়ে বাড়ি ফিরে আসেন। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে রাতেই চার যুবককে পাকড়াও করে। তাঁদের জেরা করা হয়। ওই তরুণীর কথায়, “রেস্তরাঁয় খেতে গিয়ে যদি এরকম দুষ্কৃতী হামলায় পড়তে হয়, তাহলে আমরা মহিলারা কোন নিরাপত্তা নিয়ে বাড়ির বাইরে বের হব?” ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement