Advertisement
Advertisement
Kaliganj assembly

উপনির্বাচনে কালীগঞ্জে প্রার্থী ঘোষণা বিজেপির, ‘আদি’তেই ভরসা নেতৃত্বের

আগামী ১৯ তারিখ উপনির্বাচন।

BJP Announced candidate for Kaliganj assembly

গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিষ ঘোষ। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 31, 2025 6:26 pm
  • Updated:May 31, 2025 7:02 pm   

সংবাদ প্রতিদিন ব্য়ুরো: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিষ ঘোষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আশিস চারবার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, পেশায় চাষি আশিস মণ্ডল সভাপতি ছিলেন। কিষানমঞ্চের মোর্চার ব্লক সভাপতির দায়িত্বও সামলেছেন। বর্তমানে জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য। পাশাপাশি কালীগঞ্জ বিধানসভায় বিজেপির আহ্বায়কও বটে। চারবার গ্রাম পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি। সবমিলিয়ে জেলা রাজনীতিতে পোড়াখাওয়া আশিস ঘোষকে প্রার্থী করল পদ্মশিবির। ইতিপূর্বে তৃণমূল এবং বাম সমর্থিত কংগ্রেসও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। 

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মঙ্গলবারই সিলমোহর পড়েছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নামে। উপনির্বাচনে জোটেই লড়ছে বাম-কংগ্রেস। বামেদের সমর্থন নিয়ে হাত শিবিরের প্রার্থী কাবিলউদ্দিন শেখ। লিখিত শর্তের ভিত্তিতে উপনির্বাচনে কালীগঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে আরএসপি। 

গত ২ ফেব্রুয়ারি নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। ৭১ বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ১৯ তারিখ দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই হবে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ