Advertisement
Advertisement
Kalyani

কল্যাণীর রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে রহস্যজনক গতিবিধি! পুলিশের হাতে গ্রেপ্তার বিহারের বাসিন্দা

কোনও নাশকতার ছক ছিল কি না? খতিয়ে দেখছে পুলিশ।

Bihar resident arrested with firearms in Kalyani

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 29, 2025 5:03 pm
  • Updated:May 29, 2025 5:23 pm   

সুবীর দাস, কল্যাণী: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা। বুধবার রাতে কল্যাণী সগুনা অঞ্চল থেকে এক যুবককে ধরে পুলিশ। ধৃতের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওই যুবক বিহার থেকে কল্যাণীতে কী করছিলেন? আগ্নেয়াস্ত্র পেলেন কী করে? কোনও নাশকতার ছক ছিল কি না? খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ কাইফ। বয়স ২০ বছর। তিনি বিহারের বাসিন্দা। তবে তিনি বেশ কয়েক দিন ধরেই নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর এলাকায় বসবাস করছিলেন। বুধবার রাতে তিনি সগুনা অঞ্চলের শান্তিনগর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় বন্দুক উদ্ধার হয়। তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে ধৃত বিহার থেকে নদিয়ার এই অঞ্চলে থাকতেন? বুধবার রাতেই বা কি কারণে সগুনা অঞ্চলে ঘোরাঘুরি করছিলেন? আগ্নেয়াস্ত্র কোথায় পেলেন? কি উদ্দেশ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন? সেই তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগে কল্যাণী শহর লাগোয়া হরিণঘাটায় একটি ই-কর্মাস সাইটের বেশ কিছু মোবাইল চুরি যাওয়ার ঘটনায় বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত লরির চালক হিসাবে কর্মরত। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে মহম্মদ কাইফের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ে আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ