Advertisement
Advertisement

Breaking News

Bhuban Badyakar

খ্যাতির বিড়ম্বনা! স্বপ্নের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে ঠাঁই ভুবন বাদ্যকরের, জানেন কেন?

সমস্যার কথা নিজেই জানালেন 'বাদামকাকু'।

Bhuvan Badyakar forced to move out, staying at rented house | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 5, 2023 7:51 pm
  • Updated:March 5, 2023 7:51 pm  

নন্দন দত্ত, সিউড়ি: বিখ্যাত হওয়ার বিড়ম্বনা। খ্যাতির জেরে ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর এখন ঘরছাড়া। থাকছেন ভাড়া বাড়িতে। ভাবছেন তো ব্যাপারটা কী?

Advertisement

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বাদামকাকু বিখ্যাত হন। ‘কাঁচা বাদাম’ বীরভূম থেকে তাঁকে নিয়ে গিয়েছে মুম্বইয়ে। বীরভূমে বানিয়েছিলেন সাধের বাড়িও। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না। প্রতারণার শিকার হন বাদামকাকু। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভুবন বাদ্যকরের গান ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইলামবাজারের গোপাল ঘোষ গানের কপিরাইটের জন্য তাঁর কাছে সাদা কাগজে সই করিয়ে নেন। বিষয়টা আদতে কী তা বুঝতে পারেননি ভুবনবাবু।

Famous 'Kancha Badam' singer Bhuban Badyakar makes his new house in Birbhum

[আরও পড়ুন: দোলের আগে চা বাগান শ্রমিকদের জন্য অভিনব উপহার, বসল ‘বিনে পয়সার বাজার’]

এদিকে এক সইয়ের জেরে বিখ্যাত গানের যে অর্থ ভুবনবাবুর পাওয়ার কথা তা আর তিনি পাচ্ছেন না। এবিষয়ে দুবরাজপুর থানায় অভিযোগও করেন শিল্পী। কিন্তু তাতে খুব বেশি কিছু সুবিধা হয়নি। এদিকে এলাকার ক্লাব, পাড়া-প্রতিবেশী সকলেরই ধারণা ভুবনবাবু ধনী। ফলে বিভিন্নরকম দাবি করেন তাঁরা। কিন্তু অর্থ না থাকায় তা মেটাতে পারেন না। তা নিয়ে অশান্তি। সেই অশান্তি থেকে মুক্তি পেতে ভাড়া বাড়িতেই ঠাঁই হয়েছে ভুবন বাদ্যকরের।

এ বিষয়ে ভুবন জানান, “আমার গানের কপি রাইট আছে। টাকা পাই না। আবার যেখানে সেখানে গান আর গাইতেও পারি না। কিন্ত গ্রামের লোকের ধারণা, গান গেয়ে প্রচুর টাকা উপার্জন করছি। তাই তাঁদের যে কোনও কাজে তাদের চাহিদা মতো টাকা দিতে হবে। শুধু গ্রাম নয়, আশেপাশের নানা ক্লাব, নানান সংগঠন টাকা না দিলে হুমকি দিচ্ছে। কিন্তু গান ছাড়া আমি বেকার। কোথায় থেকে টাকা দেব। বাধ্য হয়ে আমি সপরিবার দুবরাজপুরে ভাড়া বাড়ি নিয়ে আছি। দুবরাজপুর পাকুড়তলার ভাড়াবাড়ি আমার এখন ঠিকানা।”

[আরও পড়ুন: অনুব্রতর কষ্ট হলে ভুগতে হবে বীরভূমের BJP নেতাদের! হুমকি দিয়ে বিতর্কে গদাধর হাজরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement