Advertisement
Advertisement
Basirhat

প্রৌঢ়কে ‘বাবা’ বানিয়ে নকল পরিচয়পত্র তৈরি বাংলাদেশি অনুপ্রবেশকারীর! চাঞ্চল্য বসিরহাটে

ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Bangladeshi infiltrator creates fake identity card by making an elderly man 'father'! Sensation in Basirhat
Published by: Suhrid Das
  • Posted:August 18, 2025 5:25 pm
  • Updated:August 18, 2025 5:25 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: ভারতীয় এই ব্যক্তিকে বাবা পরিচয়ে এদেশের ভোটার, আধার কার্ড তৈরির অভিযোগ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। যাকে বাবা বানিয়ে এই কারসাজি, তিনি ঘুনাক্ষরেও কিছু জানেন না বলে দাবি। বিষয়টি নজরে এসেছে প্রশাসনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঙ্গে। অভিযুক্ত ব্যক্তির নাম বেল্লাল গাজি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেল্লাল গাজি বাংলাদেশের বাসিন্দা। বছর দেড়েক আগে স্ত্রী মনিরা বিবিকে নিয়ে ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন বলে অভিযোগ। বসিরহাটের হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল পঞ্চায়েত এলাকায় থাকতে শুরু করেন। অভিযোগ, দালালের মাধ্যমে ওই ব্যক্তি এদেশের নকল ভোটার, আধার কার্ড তৈরি করেছেন। শুধু তাই নয়, ওই এলাকায় জমি কিনে বাড়ি করে সংসার করছেন বলেও খবর। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বেল্লাল গাজি ব্যবহার ভালো নয়। হুমকি ও কটু কথাও স্থানীয়দের বলা হয় বলে অভিযোগ। ভয়ে স্থানীয়রা ওই পরিবারের সঙ্গে তেমন একটা কথাও বলে না, এমনটাই অভিযোগ।

গোটা বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেল্লাল গাজি স্থানীয় বাসিন্দা আমজেদ গাজিকে বাবা পরিচয়ে এদেশের পরিচয়পত্র বানিয়েছেন বলে অভিযোগ। বেল্লাককে তিনি চেনেন না বলে দাবি ওই প্রৌঢ়ের। কীভাবে তাঁর পরিচয়পত্র সংগ্রহ করে তাঁকে বাবা বানিয়ে ওই অনুপ্রবেশকারী পরিচয়পত্র বানালেন? সেই বিষয়ে হতবাক আমজেদ। বেল্লালের স্ত্রী মনিরা পারভিন স্বীকার করেছেন, তাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। তাঁর নিজের এখনও ভারতের কোনও পরিচয়পত্র নেই বলেও জানিয়েছেন। বেল্লাললে বাড়ি পাওয়া যায়নি। ঘটনা জানাজানি হতে কি তিনি গা ঢাকা দিয়েছেন? সেই প্রশ্ন উঠেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, তিনি কিছু জানেন না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। বেল্লাল বাংলাদেশি হলে পঞ্চায়েতের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ