Advertisement
Advertisement
Ranaghat

চুপিসারে সীমান্ত পেরিয়েও হল না শেষরক্ষা, রানাঘাটে ধৃত বাংলাদেশি যুবক

পুলিশের জালে আরও এক দালালও গ্রেপ্তার হয়েছেন।

Bangladeshi infiltrator caught in Ranaghat
Published by: Suhrid Das
  • Posted:January 14, 2025 6:31 pm
  • Updated:January 14, 2025 6:32 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার রানাঘাটের হাঁসখালি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ মিরাজ শেখ। পুলিশের জালে আরও এক দালালও গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ সীমান্ত এলাকার বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েক দিন ধরেই একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছেন। উত্তর ২৪ পরগনার বনগাঁ, দত্তপুকুর, মুর্শিদাবাদের সুতি, এলাকা থেকে অতি সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশকারীদের।

Advertisement

নদিয়ার রানাঘাট জেলা পুলিশে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। এবার হাঁসখালি থানার পুলিশের জালে গ্রেপ্তার হলে বছর ২৩-এর মহম্মদ মিরাজ শেখ। গতকাল সোমবার রাতে চোরাপথে সীমান্ত পেরিয়ে ওই যুবক ভারতে এসেছিল। তাঁর গতিবিধি বেশ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে ধরে জেরা করে। তাঁর থেকে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। চাপ দিতেই জানা যায়, তাঁর বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। অবৈধভাবে ভারতে আসার জন্য গ্রেপ্তার করা হয় তাঁকে।

এছাড়াও পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন আফ্রিদি মণ্ডল এক ভারতীয় দালাল। আফ্রিদি সীমান্ত পেরিয়ে কতজনকে এপারে অবৈধভাবে নিয়ে এসেছেন? সেই বিষয় জানতে চায় পুলিশ। কী কারণে ওই যুবক বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন? নাশকতার ছক নাকি অন্য কোনও বিষয় রয়েছে? সেসব প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে। এদিন রাণাঘাট আদালতে তোলা হয় ধৃতদের। পুলিশ হেপাজত চেয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ