Advertisement
Advertisement
Dooars Utsav

হিন্দু নিপীড়নের জের, ডুয়ার্স উৎসবেও থাকছে না বাংলাদেশ

প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের ইলিশ এবং শাড়ির স্টল অংশ নেয়।

Bangladesh not to take part in upcoming Dooars Utsav
Published by: Sayani Sen
  • Posted:December 7, 2024 5:25 pm
  • Updated:December 7, 2024 8:08 pm   

রাজকুমার, আলিপুরদুয়ার: কলকাতা বইমেলা, চলচ্চিত্র উৎসবের পর ডুয়ার্স উৎসব। ১৯ তম ডুয়ার্স উৎসবে থাকছে না বাংলাদেশি স্টল। প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের ইলিশ এবং শাড়ির স্টল অংশ নেয়। তবে এবার বর্তমান পরিস্থিতির জেরে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি। সে কারণে এবার ডুয়ার্স উৎসবে ওপার বাংলা অংশ নিচ্ছে না।

Advertisement

২০০৫ সালে শুরু হয় ডুয়ার্স উৎসব। চলতি বছর ১৯তম ডুয়ার্স উৎসবের আয়োজন চলছে জোরকদমে। আগামী ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। শনিবার মহকুমা শাসকের দপ্তরের কনফারেন্স হলে ডুয়ার্স উৎসব কমিটি বৈঠকে বসে। ওই বৈঠকে পদ্মাপাড়ের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ ওঠে। আর তার পরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার আর বাংলাদেশের কোনও স্টল ডুয়ার্স উৎসবে থাকবে না। প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের স্টল থাকে। সেখানে পদ্মার ইলিশ থেকে বাংলাদেশি নানা রকমের শাড়ি থাকে। তবে এবার বাংলাদেশের কোনও ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই বাংলাদেশের স্টল ছাড়াই এবার ডুয়ার্স উৎসবের আয়োজন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। দিন দিন চরমে উঠছে অত্যাচার। আপাতত জেলে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। হিংসার হাত রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। শনিবারও ঢাকার এক ইসকন সেন্টারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। হামলা হয়েছে মন্দিরেও। পুড়ে গিয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। হিন্দুদের উপর অত্যাচারে এদেশেও প্রতিবাদের আবহ। নিপীড়নের প্রতিবাদে কলকাতা, দিল্লি, ত্রিপুরার মতো নানা জায়গায় পথে নেমেছে সাধারণ মানুষ ও বিভিন্ন হিন্দু সংগঠন। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনুস সরকারকে সতর্কবার্তা দিয়েছে দিল্লি। অশান্ত পরিস্থিতিতেই আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ