ফাইল ছবি
সুব্রত বিশ্বাস: বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখায় তিন নম্বর লাইন চালু হবে। চলবে ইন্টারলকিংয়ের কাজ। সে কারণে আগামী ২৭ মে শুক্রবার বিকাল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে- অর্থাত্ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন (Bandel Station) সম্পূর্ণ বন্ধ থাকবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানায় পূর্ব রেল। গত ১৩ মে থেকে এই কাজের জন্য দুপুরে চার ঘণ্টা ট্রেন নিয়ন্ত্রণে রাখা হচ্ছিল। সেই যন্ত্রনা আরও বাড়তে চলেছে।
৭২ ঘণ্টা কোন কোন ট্রেন কোথা থেকে চলাচল করবে? কী জানাল পূর্ব রেল (Eastern Rail)? জেনে নিন।
২৭ মে, ২০২২, শুক্রবার:
এছাড়াও হাওড়া ও মেমারির মধ্যে দু’জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ ও বর্ধমান এবং শিয়ালদহ ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে।
২৮ ও ২৯ মে, ২০২২, শনি ও রবিবার:
৩০ মে, ২০২২, সোমবার:
এছাড়াও হাওড়া ও মেমারির মধ্যে দু’জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ ও বর্ধমান এবং শিয়ালদহ ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে। একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, প্রথম স্বাধীন সংগ্রাম এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.