Advertisement
Advertisement
Bakkhali

বকখালিতে ট্রলারডুবি! মৃত ১, নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে চলছে তল্লাশি

উদ্ধার করা হয়েছে ১৬ জন মৎস্যজীবীকে।

Bakkhali troller drowning 16 fishermen rescued 2 missing

নিজস্ব ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 15, 2025 2:25 pm
  • Updated:October 15, 2025 3:12 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বকখালির কাছে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে ১৬ জন মৎস্যজীবীকে। বুধাবার সকালে এক মৎস্যজীবীর মৃতদেহ পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ একজন। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন। অন্যান্য মৎস্যজীবীরাও তল্লাশিতে সাহায্য করছেন বলে যানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ২৩ জন মৎস্যজীবীকে নিয়ে হরিপুরের লালগঞ্জ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য রওনা হয় তিনটি ট্রলার। রাতেই তাঁরা পৌঁছে যায় বকখালির সমুদ্র সৈকত থেকে ৩৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যে একটি জায়গায়। তবে জায়গাটি অগভীর ছিল বলেই খবর। সেখানে ভাটার সময় খুঁটি পুঁতে জাল দিয়ে মাছ ধরার মত কাজ করেন কিছু মৎস্যজীবী। তবে জোয়ারের সময় গভীরতা বোঝা যায়না। এখানেই ১৮ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে ডুবে যায় মঙ্গলচণ্ডী নামের ট্রলারটি। জানা গিয়েছে, দুর্ঘটনার পরে ১৬ জন মৎস্যজীবী অন্য একটি ট্রলারে উঠে প্রাণ বাঁচান। কিন্তু ফ্রেজারগঞ্জ উপকূল থানার বিজয়বাটির মৎস্যজীবী, ৩৭ বছরের কমল জানার  মৃতদেহ পাওয়া গিয়েছে বুধবার সকালে। অন্যদিকে, ২৭ বছরের দেবনাথ করের খোঁজে এখনও তল্লাশি চলছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে।

উপকূলে নিয়ে আসার পরে খুঁজে দেখা হবে ট্রলারের খোলের মধ্যে তাঁরা চাপা পড়েছেন কিনা। নিখোঁজ দু’জনই ফ্রেজারগঞ্জ উপকূল থানার দেবনিবাসের বাসিন্দা। যে ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে তাদের ফিরিয়ে এনে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিকে, অন্য একটি ঘটনায় নেপাল থেকে মাছ ধরতে এসে নামখানায় ডুবে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। ৩০ বছরের বিশাল তিমসিনার বাড়ি নেপালের টিচরামে‌। ওই ব্যক্তি নেপাল থেকে এখানে এসে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন। জানা গিয়েছে হাতানিয়া-দোয়ানিয়া নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা এফ-বি ভদ্রকালী নামের ট্রলারটির কর্মী ছিলেন বিশাল।

ওই ট্রলারে ওঠার জন্য নামখানার ঘাটে কোনও নৌকা ছিল না। বাধ্য হয়ে অন্য এক মৎস্যজীবীর সঙ্গে মিলে ট্রলারে ওঠার জন্য নদীতে সাঁতার কাটা শুরু করেন বিশাল। নদীতে প্রবল স্রোত থাকায় তলিয়ে যান তিনি। তাঁর সঙ্গি মৎস্যজীবী সাঁতার কেটে ট্রলারে উঠে পড়েন। ওই মৎস্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার তার মৃতদেহ নদীতে ভেসে ওঠে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ