দেব গোস্বামী, বোলপুর: ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। শনিবার বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের টাউন লাইব্রেরি চত্বরে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে যোগ দেন তিনি। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ-সহ অন্যান্যরা। সাধারণ মানুষের নানা অভিযোগ শোনেন অনুব্রত। সমস্যা সমাধানের আশ্বাসও দেন।
গত ২০২২ সালে গরুপাচার মামলায় গ্রেপ্তার হন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তারপরই কোর কমিটি তৈরি করে বীরভূমের দায়িত্ব সদস্যদের হাতে ছাড়েন দলনেত্রী। তবে তিনি নিজে গোটা বিষয়টা দেখেন। অনুব্রতর জেলমুক্তির পরও কোর কমিটিই চালাচ্ছে কাজ। এলাকায় ফেরার পরই সেই কমিটিতে কেষ্টর নামও যুক্ত হয়। ‘ভাষা আন্দোলনে’র সূচনায় বীরভূমে গিয়ে অনুব্রতকে কনভেনর পদ দেন। এছাড়া অনুব্রত রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। সেই অনুযায়ী সরকারি কর্মসূচিতে যোগ দেন অনুব্রত।
অনুব্রত শনিবার বলেন, “খুব সুন্দর প্রকল্প। আমি মনে করি, ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচিতে সব সমস্যা মিটে যাবে। উন্নয়নের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ। আমি একশোবার নজরদারি রাখব। সকলে রাখব।” বলে রাখা ভালো, ‘দুয়ারে সরকার’-এর পর ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’কর্মসূচির মাধ্যমে এবার বুথ স্তরে প্রশাসন। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা। সারা দেশে এই প্রথম বাংলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পের মতো সফল হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ও, আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.