ছবি: প্রতীকী
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিজেপির মিছিলে নয়, ভগবানপুরে তৃণমূলের উপর হামলা করা হয়েছিল বিজেপির মিছিল থেকে। গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। টুইটারে এমনই বিস্ফোরক দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কুণাল।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এগরা বিস্ফোরণ কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে। বিজেপির অভিযোগ, পাউশি এলাকায় সেই মিছিল লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল। মিছিল খানিকটা এগোতেই মিছিলে থাকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে একের পর এক বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আহত হন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি-সহ ৭ জন।
বিজেপির এই দাবি ভুয়ো বলেই দাবি তৃণমূলের। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লেখেন, “ভগবানপুরে বিজেপির মিছিল থেকে হামলা। আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর আড়াল থেকে বোমা, ইঁট মারে বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দিলে মানুষ লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী।” প্রসঙ্গত, এগরা কাণ্ড নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। অশান্তির দায় একে অপরের উপর চাপাচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল।
ভগবানপুরে বিজেপির মিছিল থেকে হামলা। আক্রান্ত কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর আড়াল থেকে বোমা, ইঁট মারে বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দিলে মানুষ লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী।
— Kunal Ghosh (@KunalGhoshAgain)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.