Advertisement
Advertisement
Amta

ওষুধ খাওয়ানোর নামে শিশুকে নিয়ে উধাও মহিলা! আমতা হাসপাতালে বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Allegations of child theft, protests, vandalism at Amta Hospital

 হাসপাতালে তদন্তে পুলিশ আধিকারিকরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 9, 2025 5:07 pm
  • Updated:September 9, 2025 5:13 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাসপাতাল থেকে ১১ দিনের শিশু চুরির অভিযোগ। ওই ঘটনা ঘিরে হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পরিবারের লোকেদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার আমতা হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতার চন্দ্রপুর এলাকার বাসিন্দা মন্দিরা বাগ ১০ দিন আগে একটি বেসরকারি হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। পরে মা ও ছেলেকে ছুটি দেওয়া হলে পরিবারের লোকজন বাড়ি ফিরে আসে। শনিবার ওই সদ্যোজাত অসুস্থ হয়ে পড়লে মা ও শিশুকে আমতা হাসপাতালে নিয়ে যায় পরিবার। ওই হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো হয়। তার সঙ্গে হাসপাতালে মা-ও থাকছিলেন। আজ, মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে শিশুটি চুরি গিয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, লাল কাপড় পরা এক মহিলা এদিন ওয়ার্ডে ঢুকেছিলেন। শিশুটি তখন তার দিদিমার কোলে ছিল। ওষুধ খাওয়াতে হবে বলে ওই মহিলা শিশুটিকে দিদিমার থেকে নিয়েছিলেন বলে অভিযোগ। এরপর ওই মহিলা শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান! কিছু সময় পরেও ফিরে না এলে মা ও দিদিমা খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও পাওয়া যায়নি সদ্যোজাতকে। এরপরই হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ ওঠে। পরিবারের লোকজন হাসপাতালে চড়াও হন। ক্ষোভে ফেটে পড়েন লোকজন।

হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। চেয়ার, টেবিল, আলমারি উলটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে আমতা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে যায়। পুলিশকে দেখেও চলে বিক্ষোভ। অবিলম্বে শিশুকে উদ্ধারের দাবি জানানো হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাওড়া গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসপাতালে যান। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন তিনি। ওই হাসপাতালে সিসিটিভি নেই বলে খবর। কেন সরকারি হাসপাতালে সিসিটিভি নেই? সেই প্রশ্ন উঠেছে। আমতা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement